আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:১৫
এম, এ কাশেম, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় অবস্থিত ‘সীমা অক্সিজেন’ নামে একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দু’জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দু’জনের মৃত্যুর কথা জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক।
তিনি বলেন, এখন পর্যন্ত মেডিকেলে ১০ জন এসেছে। ২ জন মারা গেছেন। তাদের মরদেহ জরুরী বিভাগে আছে শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড ও কুমিরা স্টেশনের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তাৎক্ষণিক ভাবে।
তবে, ক্ষয়ক্ষতি সহ বিস্তারিত বিবরণ জানাতে পারেনি তারা। ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের ফায়ার ফাইটার মোঃ ফজলে রাব্বী জানান, “বিস্ফোরণের খবর পেয়ে তাদের দু’টি গাড়ি এবং কুমিরার ইউনিট ও ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে বেশ কয়েকটি টিম কাজ করছে বলে ও জানান দেন তিনি।”
এ রিপোর্ট পাঠানোর পূর্ব মুহুর্ত্ব (রাত সাড়ে ৭টা) পর্যন্ত বিস্তারিত আর কিছু জানা যায়নি। আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে বল ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |