আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:২৩
বিডি দিনকাল ডেস্ক:- সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এক নারী প্রেমের টানে এখন গাজীপুরের শ্রীপুরে। ধর্ম আর নাম বদলে ভালোবাসার যুবককে বিয়ে করে সেজেছেন বাঙালি গৃহবধূ।যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বাসিন্দা লিডিয়া লুজা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেমে হাবুডুবু খেয়ে মাত্র কয়েক মাসের মধ্যেই ইমরানকে বিয়ের সিদ্ধান্ত নেন।
লিডিয়া লুজা খান জানান, গত মার্চ মাসে চেষ্টা করেন বাংলাদেশে আসতে। ওই সময় ভিসা জটিলতায় বাংলাদেশে আসতে না পারায় নেপালে গিয়ে তাদের বিয়ে হয়। ধর্মান্তরিত হয়ে নামের সঙ্গে স্বামীর পরিবারের উপাধি ‘খান’ শব্দটি যোগ করেন।এই ঈদের পরদিন এখানে এসে স্বামীর পরিবারের সঙ্গে খুবই হাসি-খুশি ও পারিবারিক পরিবেশের চমৎকার দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
ভবিষ্যতে তিনি বাঙালি স্বামীকে নিয়ে স্থায়ী বসতি গড়ে তুলতে চান আমেরিকায়। ঈদ আনন্দের সঙ্গে ওই বাড়িতে এখন রয়েছে বাড়তি আনন্দ-উল্লাস। প্রেমের এই কাহিনী ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ওই নবদম্পতিকে দেখতে ভিড় জমাচ্ছেন তাদের বাড়িতে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী কুমারভিটা এলাকার ইমরান খানের বাড়িতে এখন উৎসুক মানুষের ভিড় লেগেই আছে। এর কারণ প্রেমের সম্পর্কের জেরে আমেরিকান তরুণী লিডিয়া লুজা ঈদের পরদিন ওই পরিবারে এসে বাঙালি বউ সেজে সংসার পেতেছেন। পরিবারের লোকজন আত্মীয়-স্বজন সবাই সাদরে গ্রহণ করেছেন। এলাকাবাসী এটাকে দারুণভাবে উপভোগ করছেন।
ইমরান খান জানান, গত জানুয়ারির শেষ সপ্তাহে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। মাসখানেক পর লুজা বিয়ের প্রস্তাব দেয়। পরে মার্চ মাসে আলাপ আলোচনার ভিত্তিতে দুজনে নেপালে গিয়ে একটি মসজিদে বিয়ে করেন তারা। ধর্ম, রাষ্ট্র, বয়স কোন কিছুই আটকাতে পারেনি তাদের। বাকিটা জীবন একসাথেই কাটাতে চান তারা। স্ত্রীর ইচ্ছায় তিনিও পাড়ি দিতে চান আমেরিকায়। সে লক্ষ্যে কাগজপত্র তৈরি প্রস্তুতি চলছে।
শ্রীপুরের যুবক ইমরান খান ইস্টওয়েস্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
আর লিডিয়া লুজা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বাসিন্দা। দুই ভাইয়ের একটি মাত্র বোন সে। ছোটবেলা থেকেই লুজা দাদুর কাছে বড় হয়েছেন।
শ্রীপুরের এলাকাবাসী বলেছেন, তাদের দুজনের প্রেমের জয় হয়েছে। সংসার টিকে থাকুক আজীবন, দীর্ঘজীবী হোক তারা এমনটাই চাচ্ছেন এলাকার সবাই।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |