আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৩১
কুষ্টিয়া:- কুষ্টিয়ার ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ সোমবার দিনব্যাপী কুষ্টিয়া পৌরসভাধীন লাহিনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুনস্কার বিতরনী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
প্রধান অতিথি সদর উদ্দিন খান তার বক্তব্যে বলেন , একাডেমিক শিক্ষার পাশাপাশি সুন্দর সমাজ সুস্থ দেহ মন গঠনে ক্রীড়ার প্রযোজনীয়তা অপরিহার্য। লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারন ক্রীড়া নৈপূণ্য দেখিয়েছে যা মনোমুগ্ধকর। আজকে শিক্ষার্থীদের মধ্যে থেকেই দেশে সেরা খেলোয়াড় ও স্বনামধন্য পেশশাজীবী একসময় দেশকে নেতৃত্ব দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মতিয়ার রহমান মজনু বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারও লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের উতসব মুখর পরিবেশে, অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। বিদ্যালয়ের গৌরবউজ্জল ইতিহাসে নতুনমাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে।
প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, একাডেমিক লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধৃলার প্রতি ও সহপাঠ্য ক্রমে আগ্রহী করে তুলতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থী উতসাহ উদ্দিপনা দেখে আমরা শিক্ষক মন্ডলী আনন্দিত।
প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও সহকারি প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাজ্জাদুল আলম মুক্তির সার্বিক পরিচালনায়, অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য এহসানুল করিম সবুজ, মখলেছুর রহমান, ওলিউর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হামিদ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, এ্যাড, ঝন্টু, কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রায়হান প্রমুখ। মাঠে ক্রিড়া পরিচালনা করেন লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুর রহমান, নাসির উদ্দিন, মিজানুর রহমান, খাইরুল ইসলাম দিপু, নিজাম উদ্দিন ।
দিনব্যাপী শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ ডিসপ্লে ক্রীড়া উপভোগ করেন আমন্ত্রিত অতিথি অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক ও ও বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী । বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ৪২ টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রাক্তন শিক্ষার্থীদের গোলপোষ্টে পেলান্টি শুট শিক্ষার্থীদের ‘যেমন খুশি তেমন সাজো এবং আমন্ত্রিত মহিলা অতিথিদের জন্য ‘বালিশ খেলা’ ও ঝুড়িতে বল নিক্ষেপ খেলাগুলো ছিলে বিশেষ উপভোগ্য। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |