আজ মঙ্গলবার | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ২:২০
শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ তরিকত পরিষদের উদ্যোগের ‘দেশব্যাপী বিভিন্ন মাজার-খানকায় সন্ত্রাসী হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন মাহফিলে বাধা প্রদানের প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে দাবিতে’ এক আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন , সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অগ্রাধিকার ঠিক করতে হবে।
মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের এখন যে অবস্থা, আমাদেরকে খোলনলচা বদলাতে হবে, দেশ বদলাতে হবে, সরকার পদ্ধতি বদলাতে হবে, মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি বলছি না। সরকার যদি ভালো হয়, একটা ভালো নির্বাচন হয়, সবাই যাতে ভোট দিতে পারে, সবাই যাতে গ্রহণ করে এবং সেই ভোটের ফলাফলের উপরে আমরা গণতন্ত্র নির্মাণ করতে পারি। সেজন্য বলা হয়েছে, এই সরকারকে অন্তর্বর্তী সরকার। কতদিন লাগবে সংস্কার করতে? যতদিন লাগে লাগুক, কারণ এটা বলছি না যে, ওরা ২০ বছর ধরে ক্ষমতায় থাকুক। আপনি কি কি করলে ভালো নির্বাচন হয় এটা ঠিক করুন, ইত্যাদি ইত্যাদি।
এই সরকার তুলনামূলকভাবে পলিটিক্যাল মুক্ত আছে মন্তব্য করে তিনি বলেন, এই সরকার, একটা কথা আছে না নিজের নিজের ক্ষেত্রে আমরা সবাই খুব সাকসেসফুল, কিন্তু আপনি ভালো ক্রিকেট প্লেয়ার ছিলেন নেমেছেন তো ফুটবল খেলতে, এই খেলা জানেন না। না হলে আজকে আপনারা (তরিকত পরিষদ) যে বক্তৃতা করছেন, এই কথাগুলো তো সবার আগে এই সরকারের কাছে যাওয়ার কথা ছিলো। যখনই মাজার ভেঙেছে, যখনই খানকাতে হামলা হয়েছে তখনই তাদেরই স্বউদ্যোগে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ছিলো। তারা করলেন না কেনো? জিনিসের দাম বেড়ে যায় তারা কিছুই তো করে না। এখন একটু শাখ-সবজির দাম কমেছে কৃতিত্ব নেয়ার চেষ্টা করছে। এটা শীতকাল, এটা ভেজিটেবলের সিজন তো, অন্য জিনিসের দাম কমেনি।
মান্না বলেন, মাজারে হামলা করা তো মানে গুন্ডামি করা, এটা কোনো ভালো মানুষের কাজই না। আর গুন্ডারা ভালো মানুষ হবে কোত্থেকে। মাজার-খানকায় হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।
বাংলাদেশ তরিকত পরিষদের সভাপতি পীর বাশার খান্দানীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্যে রাখেন গণঅধিকার পরিষদের (অব.) কর্নেল মিয়া মসিউজ্জামান, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী, নেদায়ে ইসলামীর শায়েখ সাইয়্যেদ মুসতাক আহাম্মাদ আল আহাম্মাদী প্রমুখ।
Dhaka, Bangladesh সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:06 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |