আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩৮
ঢাকা: সূচকের বড় পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে আজ শেয়ারবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৮৫৮ পয়েন্টে অবস্থান করছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৪৩ পয়েন্ট।
আজ ডিএসইতে ৮৭৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮১ কোটি ২৯ লাখ টাকা বেশি। গত কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭৯৩ কোটি ৮১ লাখ টাকার। ডিএসইএক্স সূচক কমে ১৭ পয়েন্ট।
আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ২৩৯টির এবং ৩৬টির।
লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—রুপালি ইনস্যুরেন্স, রিপাবলিক, ফেডারেল ইনস্যুরেন্স, বিডি ফাইন্যান্স, ওয়ালটন হাইটেক, পূরবী জেনারেল ইনস্যুরেন্স, বেক্সিমকো, এক্সপ্রেস ইনস্যুরেন্স লিমিটেড, সন্ধানী ইনস্যুরেন্স ও ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।
অপরদিকে সিএসইতে ২২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৭৫টির এবং ২৯টির।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |