আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:১৮
ব্রাহ্মণবাড়িয়া:- ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) থাকাকালে এক কলেজ ছাত্রীর সাথে কেলেঙ্কারিতে ধরা পড়ে পাঁচ লাখ টাকায় রফাদফা করে বিতর্কে জড়ান পুলিশ কর্মকর্তা মো. লোকমান হোসেন। সেই বিতর্কিত পুলিশ কর্মকর্তা লোকমান ফের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি হিসেবে যোগদান করেছেন।
এসআই থেকে ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পাওয়ার পর গত কয়েক বছরের মধ্যে তিনি ঘুরেফিরে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি স্টেশনের ওসি হিসেবে দায়িত্ব নেন। এই নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
ব্রাহ্মণবাড়িয়া শহরে সেই নারী কেলেঙ্কারির ঘটনায় বিতর্কিত হওয়ার প্রায় ১০ বছর পর ২০১৯ সালের ১লা সেপ্টেম্বর তিনি প্রথমে জেলার কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি লক্ষ্মীপুর থানায় কর্মরত ছিলেন।
কসবা থেকে তিনি চলতি বছর জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি হিসেবে যোগদান করেন। গোয়েন্দা শাখায় দায়িত্ব পালনকালেই ১২ জুন পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে তাকে বিজয়নগর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় লোকমান হোসেনকে বিজয়নগরের নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া গোয়েন্দা পুলিশের নতুন ওসি হিসেবে তার স্থলে ইন্সপেক্টর আলমগীর হোসেনকে পদায়ন করা হয়। আলমগীর হোসেন গোয়েন্দা পুলিশেরই ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে গত বুধবার পুলিশ সদর দপ্তরের এক আদেশে বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমানকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার টিএসআই হিসেবে কর্মরত থাকাকালে মো. লোকমান হোসেন শহরের বণিকপাড়ায় এক কলেজ ছাত্রীর সাথে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন। স্থানীয়রা তাদের আটক করে বিয়ে পড়িয়ে দেয়ার খবর চাউর হয়। পরে তৎকালীন সময়ে জেলায় কর্মরত দুই কর্মকর্তা সদর সার্কেল অফিসে বসে ঘটনাটি মীমাংসার ৫ লাখ টাকায় রফাদফা করে। ওই কলেজ ছাত্রী সদর উপজেলার এক ইউপি চেয়ারম্যানের বোন।
এছাড়া ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ছিল। তৎকালীন সময়ে বর্তমান ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল ও ছাত্রলীগ নেতা লেলিনকে ছাত্রলীগ করার অজুহাতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে বেধড়ক মারধর করেন লোকমান হোসেন। ভাঙ্গারী পণ্য ট্রাকে বোঝাই করে ঢাকায় পাঠাতে হলেও চাঁদা দিতে হতো ওসি লোকমানকে। ট্রাকের ভেতরে বৈদ্যুতিক ট্রান্সফরমার আছে- এমন অভিযোগ তোলে একজন ভাঙ্গারি ব্যবসায়ীর কাছ থেকে ২৫ হাজার টাকা আদায় করেও বিতর্কিত হয়েছিলেন তিনি।
নারী কেলেঙ্কারির বিষয়ে ওসি মো. লোকমান হোসেন বলেন, এসব অভিযোগ মিথ্যা। আমার পেছনে একটি লোক লেগেছে। ওই লোক এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এসময় সামনাসামনি দেখা করলে বিস্তারিত বলবেন বলে জানান তিনি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |