আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:১০
ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় সেজদারত অবস্থায় মারা যাওয়া চাচির লাশ দেখে বাড়ি ফেরার পথে রিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে রুবায়েত আফরোজ সেজুতি (১৫) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ভালুকা-সাতেঙ্গা সড়কে সাতেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
নিহত সেজুতি উপজেলার সাতেঙ্গা গ্রামের রুহুল আমীন এর একমাত্র মেয়ে। সে ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবাইয়াত আফরোজ সেজুতির চাচি বাদল মিয়ার স্ত্রী তিন সন্তানের জননী নাসিমা আক্তার (৪৫) বুধবার এশার নামাজ পড়ার সময় সেজদারত অবস্থায় মারা যান। বৃহস্পতিবার সকালে সেজুতি তার বাবার সঙ্গে চাচির লাশ দেখতে যায়।
দাফন শেষে দুপুরে তার মা সাতেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আকলিমা খাতুনের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে ভালুকায় আসছিল সেজুতি। সাতেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অসাবধানবশত ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে ঘটনাস্থলেই সেজুতি মারা যায়। ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |