- প্রচ্ছদ
-
- মিডিয়া
- সেরা সংগঠকের সন্মাননা পেলেন আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম
সেরা সংগঠকের সন্মাননা পেলেন আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২১ ৯:০৭ পূর্বাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক:-রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন ( আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম ডেমরা থানা মাদক প্রতিরোধ ও নির্মুল সংঘ কর্তৃক সেরা সংগঠকের সন্মাননায় ভূষিত হয়েছেন। গত ২৭ সেপ্টেম্বর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় একটি মাদক বিরোধী সমাবেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান তার হাতে এ সম্মাননা তুলে দেন। এ সময় অনুষ্ঠানের অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ সেলিম নিজামী।
সম্মাননাপ্রাপ্ত এস এম জহিরুল ইসলাম বিগত ৩০ বছর যাবৎ বিভিন্ন গণমাধ্যম গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দৈনিক আমার বার্তার সিনিয়র রিপোর্টার। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজের একজন সিনিয়র সদস্য।
সাংগঠনিক জীবনে এস এম জহিরুল ইসলাম বরিশাল জেলার মুলাদী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও ফেডারেল অব বাংলাদেশ জার্নালিস্ট ফাউন্ডেশন( এফবিজেও) এর প্রতিষ্ঠাতা সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। মুলাদী উপজেলা সমিতি ঢাকার যুগ্ন সাধারন সম্পাদক ও আলোকিত মুলাদীর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এস এম জহিরুল ইসলাম। তিনি দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিষয় ভিত্তিক কলাম লিখে প্রসংশা কুড়িয়েছেন।
এস এম জহিরুল ইসলাম সেরা সংগঠকের সন্মাননা পাওয়ায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।প্রেস বিজ্ঞপ্তিঃ
Please follow and like us:
20 20