আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:০৪
ডেস্ক :-বুকভরা স্বপ্ন দেখা মেয়েটির নাম নদী আক্তার, বয়স জন্মসনদে ১৩ বছর কিন্তু রিক্রুটিং এজেন্সি তা ২৫ দেখিয়ে ময়মনসিংহ থেকে পাসপোর্ট করেন কুমিল্লা মেয়ে নদী আক্তারের , ভাগ্যের পরিনতি এতোটায় খারাপ যে, স্বপ্নে দেশ সৌদিতে জীবন দিতে হলো নদীকে। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস বলছেন গত ১৪ই আগষ্ট মদিনায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন নদী কিন্তু পরিবারের দাবি হত্যা করা হয়েছে নদীকে। ২০১৯ সনের মার্চ মাসে সৌদি যাওয়ার পর থেকেই নিয়োগকর্তা কর্তৃক নির্মম নির্যাতনের শিকার হতে হয় নদীকে। এমনকি বেতনও দেওয়া হতো না নদীকে। এসব বিষয় নিয়ে একাধিকবার নদীর বাবা দুলাল মিয়া রিক্রুটিং এজেন্সি ঢাকা এক্সপোর্ট (আর এল-২৬৫) এর মালিক এ রহমান লালন এর সাথে যোগাযোগ করেও কোন প্রতিকার পাইনি হতভাগা বাবা দুলাল। বিনিময়ে এজেন্সি থেকে পেয়েছেন হুমকি আর ভিতি। এজেন্সির মালিক লালনের হাতে পায়ে ধরেও পায়নি মেয়ের জীবিত দেহ। এখন নদীর মরদেহ সৌদিতে স্থানীয় ভাবে দাফনের জন্য দূতাবাস পরিবারের অনুমতি চেয়ে পত্র দিয়েছে কিন্তু দুলাল বলেন শেষ বারের মত মেয়ে নদীর মরদেহটি যেন তাদেরকে দেওয়া হয়। আর দায়িত্ব অবহেলার কারনে মেয়ের মৃত্যুতে এজেন্সি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তার।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |