আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৫১
সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। রোববার রাত পৌনে ২টার দিকে প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এসময় প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী রেবেকা সুলতানাসহ পরিবারের অন্যান্য সদস্যরাও ওই বিমানে ছিলেন। বিমানবন্দরে প্রেসিডেন্টকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সামরিক ও বেসামরিক উচ্চ পদস্ত কর্মকর্তারা।
হজ পালনে গত ২৩ জুন সপরিবারে সৌদি যান প্রেসিডেন্ট। হজের আনুষ্ঠানিকতা সেরে গত ৩০শে জুন রাতে মক্কা থেকে মদিনায় পৌঁছান তিনি। সেখানে তিনি মহানবী হজরত মুহাম্মদের (সা.) রওজা জিয়ারত করেন। এছাড়া রিয়াজুল জান্নাত মসজিদে নামাজ আদায় করেন ।
মদিনায় প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে বিদায় জানান মদিনার ডেপুটি গভর্নর ওহায়েব আল শেহলি, রয়্যাল প্রটোকল প্রধান ইব্রাহিম আল বারী ও সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |