আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৮
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: সৌদি আরবের দাম্মাম শহরের হুফুপ সানাইয়ারআল মনসুরা শিল্প তালুকে অবস্থিত একটি ফার্নিচারের কারখানায় আগুনে পুড়ে নিহত সাত বাংলাদেশির মধ্যে বারেক সরদার (৪৫) নামে একজনের বাড়ি নওগাঁর আত্রাইয়ে।
শুক্রবার (১৪ জুলাই) রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত সৌদি আরবের দাম্মামের হুফুপ শহরের সানাইয়ারআল মনসুরা শিল্প এলাকায় সন্ধ্যার সময় এ ঘটনা ঘটে। সেখানে নিহত বারেক সরদার আত্রাই উপজেলার উদয়পুর মন্ডল পাড়া গ্রামের মৃত রহমান সরদারের ছেলে।
নিহত বারেক সরদারের বড় ভাই মো. শাহাদাত হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বারেক ২০০৬ সালে সৌদি আরবে যায়। এরপর সর্বশেষ ২০১০ সালে বাড়িতে এসেছিলেন। এরপর আবারো যান সৌদি আরবে। তার দুই মেয়ে রয়েছে। সৌদি আরবে আমাদের এক ভাই এবং ভাতিজা রয়েছে। তারাই বারেকের মৃত্যুর ঘটনা আমাকে জানান। এই পরিবারের বারেক ছিল একমাত্র উপার্জনের ব্যক্তি। এভাবে তার চলে যাওয়া কিছুতেই মানতে পারছিনা। বড় মেয়েটার বিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বাড়িতে এক মেয়ে ও স্ত্রী রয়েছে।
এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তারেকুর রহমান সরকার জানান, বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি। এবিষয়ে বিস্তারিত জানতে আমরা খোঁজ খবর রাখছি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |