আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:০৭
বিডি দিনকাল ডেস্ক: রাজধানীর মতিঝিল থানা এলাকা হতে চুরি যাওয়া স্বর্ণের বার উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ আব্দুর রহিম ওরফে মানিক।
মতিঝিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছির আরাফাত খান বলেন, জনৈক মোঃ আবু সৈয়দ একজন সৌদি প্রবাসী। তিনি সৌদি আরব থেকে সরকারী শুল্ক পরিশোধ করে দুইটি স্বর্ণের বার বাংলাদেশে নিয়ে আসেন। বৃহস্পতিবার (২৬ মে ২০২২) উক্ত স্বর্ণ অধিক মূল্যে বিক্রয়ের জন্য তার বন্ধু মোঃ আব্দুর রহিম ওরফে মানিক ও মোঃ মামুনকে সাথে নিয়ে চট্টগ্রাম হতে ঢাকায় আসেন। রাত্রি যাপন করার জন্য তারা মতিঝিল থানার কমলাপুর হোটেল আল ফারুক রুম নং- ৯০৪, ৯০৬ ও ৯১১ ভাড়া নেন। জনৈক মোঃ আবু সৈয়দ রুম নং ৯০৪ এ অবস্থান করেন। রবিবার (২৯ মে ২০২২) রুম নং ৯০৪ তাদের জন্য বরাদ্দ রেখে বাকি রুম দুইটি ছেড়ে দেয়। তারা সমস্ত ব্যবহার্য মালামাল ও জনৈক মোঃ আবু সৈয়দ দুইটি স্বর্ণের বার তার লাগেজের ভিতর রেখে রুম নং ৯০৪ তালাবদ্ধ করে ঘুরতে যাওয়ার জন্য হোটেলের নিচে গাড়ীতে অবস্থান করে। হঠাৎ আব্দুর রহিম পেটের ব্যাথা জনিত কারণে ওয়াশ রুমে যাওয়ার জন্য ৯০৪ নং রুমে যায়। কিছুক্ষন পর সে আসে এবং তারা গাড়িযোগে পদ্মা সেতু পরিদর্শন করার জন্য মাওয়া ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পদ্মা সেতু পরিদর্শন শেষে তারা হোটেল রুমে ফিরে আসে।
তিনি আরো বলেন, সোমবার (৩০ মে ২০২২) সকাল ৯:০০টায় জনৈক মোঃ আবু সৈয়দ লাগেজ খুলে দেখতে পান লাগেজে রাখা তার স্বর্ণের বার দুইটি যথাস্থানে নেই। কে বা কাহারা তার স্বর্ণের বার দুইটি চুরি করেছে। পরবর্তীতে তিনি মতিঝিল থানা পুলিশকে সংবাদ দিলে মতিঝিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। হোটেলের সকল স্টাফসহ জনৈক মোঃ আবু সৈয়দ এর বন্ধুদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আব্দুর রহিম স্বর্ণের বার দুইটি চুরি করেছে মর্মে স্বীকার করে। আব্দুর রহিম স্বর্ণের বার দুইটি চুরি করিয়া মতিঝিল থানার ৬৪/১ হোটেল সিটি প্যালেস আবাসিক এর দ্বিতীয় তলায় রুম নং-৩ এ রাখে এবং সেখান থেকে চুরি যাওয়া স্বর্ণের বার দুইটি জব্দ করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।সূত্র:ডিএমপি
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |