আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৩৯
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:-কার্ফুর মধ্য দিয়েই ক্যাপিটল ভবনে স্থানীয় সময় রাত ৮টায় মার্কিন হাউস এবং সিনেট নির্বাচনী কলেজের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। যৌথ অধিবেশনটি বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলতে পারে। এই অধিবেশনের মাধ্যমে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হবে। এদিকে উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে টুইটার ও ফেসবুক। সেই সঙ্গে টুইটারের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, ট্রাম্প যদি এ ধরনের টুইট করা থেকে বিরত না হন তা হলে তাঁর অ্যাকাউন্টটি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে। একই কারণে সন্ধ্যায় ফেসবুক ঘোষণা দেয় যে ট্রাম্প তার নীতিমালা লঙ্ঘনের কারণে ২৪ ঘন্টা তিনি কোন পোস্ট করতে পারবেন না।
আমেরিকার আইন-প্রণেতারা নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য আজ বুধবার অধিবেশনে বসেন। এক সময় ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালায় ট্রাম্পের কয়েক হাজার সমর্থক। ভাঙচুরের পাশাপাশি সেখানে গোলাগুলিও হয়েছে। ক্যাপিটলের অভ্যন্তরে গুলিতে এক নারীর মৃত্যু হয়েছে। আরও কয়েক জনের আহত হয়েছেন। এই ঘটনায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পাঁচটি অস্ত্র উদ্ধার হয়েছে । ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ক্যাপিটল হিলে তাণ্ডবের ঘটনায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে কারফিউ জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এই কারফিউ জারি করা হয়। চলবে সকাল ৬টা পর্যন্ত। এদিকে, কারফিউ চলাকালেই হাউস অব কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পের সমর্থকদের তাণ্ডবের কারণে স্থগিত হয়ে যাওয়া অধিবেশন আবারও শুরু করার ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সময় রাত ৮টায় আবারও অধিবেশন শুরু হয়েছে।
গত ৩ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়। জো বাইডেন পেয়েছেন ৩০৬টি ইলেক্টোরাল ভোট ও ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেক্টোরাল কলেজ ভোট।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |