জাকির হোসেন সুমন , ব্যুরো চিফ ইউরোপ :স্পেনিশ ভাষাভাষীদের মাঝে কুরআন আনুষ্ঠানিক ভাবে বিতরন করেছে আল কুরআন একাডেমি মাদ্রিদ | কমিউনিটির সার্বিক সহযোগীতায় স্পেনে বেড়ে উঠা নতুন প্রজম্ম এবং স্পেনিশ ভাষাভাষীদের মাঝে ইসলামের অমর ,শাশ্বত্ব বাণী পৌঁছে দেয়ার লক্ষেই এই উদ্যেগ নিয়েছে সংগঠনটি | গতকাল বাদ মাগরিব বায়তুল মুকাররম মসজিদ প্রাঙ্গণে অনুষ্টিত এই সভায় সভাপতিত্ব করেন জামাল উদ্দিন মনির| মোর্শেদ আলম এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন , খুরশেদ আলম মজুমদার, ইমাম হাসান বিন ۔۔ আব্দুল্লাহ ۔কাজী এনায়েতুল করিম তারেক ,আল মামুন ,আল আমিন , ইমাম নুরুল আলম , আব্দুল খালিক ,নূর হুসেন ,জাকির হুসেন ,মাসুদ আহমেদ ,রমিজ উদ্দিন ,আইয়ুব আলী ,আমিন উদ্দিন,আবুল হাশেম প্রমুখ |প্রথম ধাপে প্রায় পাচঁ হাজার এবং পর্যায়ক্রমে আরো পাচঁ হাজার কুরআন বিতণের পরিকল্পনা রয়েছে |
বিদেশিদের মাঝে ইসলাম ফোবিয়া দূর করতে কুরআনের অনুবাদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অনেকে |