আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৮
বিডি দিনকাল ডেস্ক :- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব নুরুল ইসলাম জিহাদী। রাত সাড়ে আটটার পর মন্ত্রীর ধানমন্ডির বাসায় এই দুই নেতা সাক্ষাৎ করতে যান বলে হেফাজতের একটি সূত্র নিশ্চিত করেছে। সূত্রের দাবি চিকিৎসার জন্য ঢাকায় এসেছেন বাবুনগরী। মন্ত্রীর সঙ্গে এটি তার সৌজন্য সাক্ষাৎ। তবে বৈঠকে হেফাজতের গ্রেপ্তার নেতা কর্র্মীদের মুক্তি এবং মামলার বিষয়ে আলোচনা হয় এমনটাই একটি সূত্র জানিয়েছে।
হেফাজতের ননতুন দায়িত্ব পাওয়ার পর এটি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হেফাজত নেতা বাবুনগরীর সৌজন্য সাক্ষাৎ।
এর আগে গত ৪ঠা মে নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে হেফাজতের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন। ওই বৈঠকে দেশজুড়ে গ্রেপ্তার হওয়া হেফাজত নেতাদের মুক্তি দেয়ার দাবি জানানো হয় হেফাজতের তরফে। এর আগে ১৯শে এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন হেফাজতের নেতারা।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |