- প্রচ্ছদ
-
- বাংলাদেশ
- স্বাধীনতার একান্ন বছর পরেও অসচ্ছল জীবন যাপন করছে বীর প্রতীক আব্দুল হাই সরকার
স্বাধীনতার একান্ন বছর পরেও অসচ্ছল জীবন যাপন করছে বীর প্রতীক আব্দুল হাই সরকার
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:২৯ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম , কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ।
৩০ লাখ শহীদ আর দু লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পেয়েছি এ স্বাধীনতা। যাদের অদম্য সাহসিকতা অক্লান্ত পরিশ্রম ও রক্তে পরাজিত হয়েছে পাক হায়না এবং পৃথিবীর বুকে স্থান করে নিয়েছে লাল সবুজের পতাকা স্বাধীন একটি দেশ। মহান স্বাধীনতার ৫১ বছর পরেও রাষ্ট্রীয়ভাবে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার পারিবারিকভাবে অসচ্ছল জীবন যাপন করছে। আমলাতান্ত্রিক সিদ্ধান্ত হীনতা এবং আইনি জটিলতায় সরকারি সুযোগ-সুবিধা থেকে নানা ভাবে বঞ্চিত হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার। সরকারিভাবে অসচ্ছল মুক্তিযোদ্ধা হিসেবে তার নামে খাস জমি বরাদ্দ করা হলেও এখনো জমির দখল পাননি আবদুল হাই সরকার। আমলাতান্ত্রিক জটিলতায় তাকে দেয়া হয়নি বীর নিবাস। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
Please follow and like us:
20 20