আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪৫
বিডি দিনকাল ডেস্কঃ-স্বাধিনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিলেট বিভাগীয় কমিটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২২ ফেব্রুয়ারি সোমবার বিকেলে সিলেট মহানগরের একটি অভিজাত হোটেলে স্বাধিনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিএনপি ‘র সিলেট বিভাগীয় কমিটি আহবায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সদস্য সচিব ডাঃ সাখাওয়াত হাসান জীবনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ও ড. মো. এনামুল হক চৌধুরী।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামিম, সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন,সহ সভাপতি সালেহ আহমদ খসরু, হুমায়ুন কবির শাহিন, রেজাউল হাসান লোদী, জিয়াউল হক, নিহার রঞ্জন দাস, ফরহাদ চৌধুরী শামীম, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও কেন্দ্রীয় রজত জয়ন্তী উদযাপন মিডিয়া কমিটির সদস্য নূরুল ইসলাম সাজু, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আনছার উদ্দিন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক নূরুল ইসলাম নুরুল, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সোহেল, আতিকুর রহমান শাবু, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ তৌফিকুল হাদী, মাহবুব চৌধুরী, মোর্শেদ আহমদ মুকুল, প্রচার সম্পাদক শামীম মজুমদার, দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম, মহানগর বিএনপি নেতা জিয়াউল গনী আরেফিন জিল্লুর, আব্দুল আহাদ খান জামাল,সিলেট জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু,সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল কাদির হালিমী, সূবর্ণ জয়ন্তী সিলেট বিভাগীয় কমিটির সদস্য অধ্যাপক সামিয়া চৌধুরী,সিলেট জেলা কৃষকদলের আহবায়ক শহীদ আহমদ, সিলেট মহানগর শ্রমিক দলের সভাপতি মোঃ ইউনুস মিয়া, সিলেট জেলা উলামা দলের আহবায়ক মাওঃ মোঃ নূরুল হক, যুগ্ম আহ্বায়ক হাফিজ কবির আহমদ, মৎস্যজীবি দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন খান সহ সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে তৃণমূল পর্যায়ে কমিটি গঠন করা হবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এক উজ্জ্বল নক্ষত্রের নাম। শহীদ জিয়ার আদর্শের দল সূবর্ণ জয়ন্তী উদযাপনে সিলেট বিভাগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করবে। সকল ভেদাভেদ ভূলে হাতে হাত রেখে আমরা রজত জয়ন্তী উদযাপন করব।পাশাপাশি সকল অপশক্তি মোকাবেলা করে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে গনতন্ত্র পুর্নরুদ্বারের জন্য প্রস্তুতি গ্রহণের আহবান জানান।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |