আজ বৃহস্পতিবার | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৬ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৫৪
বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা, সূবর্ণ জয়ন্তী উদযাপন মুক্তিযোদ্ধা সম্মাননা বিষয়ক কমিটির সদস্য সচিব, সীতাকুন্ড পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সীতাকুন্ড পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল কালাম আজাদ ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিউইয়র্কের বাফেলোতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মোঃ আবুল কালাম আজাদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “ মরহুম আবুল কালাম আজাদ ছিলেন একজন দক্ষ সংগঠক। দলকে শক্তিশালী ও গতিশীল করতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। বীর মুক্তিযোদ্ধা হিসেবে পাক-বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তার বীরোচিত ভূমিকার জন্য তিনি দেশবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবেও এলাকার উন্নয়নে অবদানের জন্য তাকে এলাকাবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণ এর একনিষ্ঠ অনুসারী ছিলেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মোঃ আবুল কালাম আজাদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।CONDOLENCE OF BNP SECRETARY GENERAL-29-01-22
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:13 PM |
Magrib | 5:34 PM |
Isha | 6:53 PM |