আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:১৪
রাজলক্ষ্মী মৌসুমী:-
> স্বাধীনতা তুমি দিয়েছো একটি নতুন লাল সূর্য।
> দিয়েছো সস্তি, সুখ আনন্দ।
> স্বাধীনতা তুমি রক্তঝরা
> জয়ের কেতন।
> স্বাধীনতা তুমি লাল সবুজের মানচিত্রে ঐকতানের বসন।
> স্বাধীনতা তুমি পদ্মা, মেঘনা,যমুনায় রক্তে বহমান জয়ের
> আনন্দ ধারা।
> স্বাধীনতা তুমি আমার পঁচিশে মার্চ এর ভয়াল রাতের রাত জাগা পাখী।
> তুমি ধারণ করেছো সাত কোটি মানুষের হৃদয় নিঙড়ানো ভালোবাসার রক্তের প্লাবন।
> স্বাধীনতা তুমি আনন্দের জয়ধ্বনি।
> তুমি আমাদের
> আবাল, বৃদ্ধ বনিতার সংযমী ধৈর্যশীল যোদ্ধার আত্মপ্রকাশ।
> স্বাধীনতা তুমি কেবলি দিয়েছো সীমাহীন প্রগাঢ় প্রচেষ্টার কষ্টার্জিত সফলতা ছিনিয়ে আনার চাবিকাঠি।
> স্বাধীনতা তুমি গোঁধূলির লাল সূর্যের ফসলের সবুজ মাঠ।
> স্বাধীনতা তুমি রাখালিয়া বাঁশরীর সুরের রাগিণী।
> স্বাধীনতা তুমি বাংলার
> বেষ্টনীর প্রহরী।
> স্বাধীনতা মানে প্রতিটি বাঙ্গালীর অন্তরের অন্তস্থলে চির জীবন্ত পতাকা।
> স্বাধীনতা তুমি পঁচিশে মার্চ ভয়াল রাতের স্মরণীয়
> আলোকবর্তিকা।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |