আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:০৫
কামরুল হাসান বাবলু :- স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছেছেন ।উল্লেখ গত ৩ মার্চ রবিবার মহাসচিব চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে তিনি হুইল চেয়ারে বসে বের হয়ে আসেন ।তবে ততক্ষন পর্যন্ত মহাসচিবকে অসুস্থ মনে হয়েছে ।
এর আগে ৩রা মার্চ মির্জা ফখরুল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও যান। প্রায় সাড়ে তিন মাস কারাগারে থাকার পর গত ১৫ই ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল। মুক্তির পর তিনি ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে প্রফেসর শামসুল আরেফীনকে দেখান এবং বাসায় থেকে তার তত্ত্বাবধায়নে চিকিৎসা নেন। ৭৭ বছর বয়সী মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন। সর্বশেষ ২০২৩ সালের ২৪শে আগস্ট তিনি সিঙ্গাপুরে যান। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতি বছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।
বিএনপি মহাসচিব বিমান বন্দরে সাংবাদিকদের সালাম দিয়ে বলেন, আপনাদের দোয়ায় ভালো আছি।
বিমানবন্দরে মির্জা ফখরুলকে স্বাগত জানাতে দলের বেশ কয়েকজন নেতাকর্মী ,শুভাকাঙ্খীরা সহ মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন ।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |