আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:০০
সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে নববধূকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানিবন্দি দিচ্ছে। আজ শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী।
জবান বন্দি দিচ্ছে যে তিন আসামি, তারা হলো- এ মামলার প্রধান আসামি সাইফুর রহমান (২৮), অপর আসামি অর্জুন লস্কর ও রবিউল ইসলাম। তারা সবাই মামলার এজহারভুক্ত আসামি ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী। এর আগে রিমান্ড শেষে তিন আসামিকে আজ বিকালে কড়া নিরাপত্তায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতে হাজির করা হয়। গ্রেপ্তারের পর গত সোমবার তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এ তিন জন ছাড়াও গ্রেপ্তার হওয়া আরো ৫ আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের মধ্যে রাজন, আইনুল ও মুহিবুরকে রিমান্ড শেষে আগামীকাল শনিবার আদালতে তোলার কথা রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় নববিবাহিতা স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে ঐতিহ্যবাহী এমসি কলেজে বেড়াতে গিয়েছিলেন দক্ষিণ সুরমার শিববাড়ির এক বাসিন্দা। এ সময় স্বামীকে আটকে কলেজের ছাত্রাবাসে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পরে খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শাহপরাণ থানার পুলিশ।
ওই ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী ছাত্রলীগের ৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩ জনকে আসামি করে রাতেই মামলাটি করেন শাহপরাণ থানায়। আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে, সেজন্য সীমান্তেও কড়া পাহারা জারি করা হয়। তার পর একে একে তাদের গ্রেপ্তার করে র্যাব ও পুলিশ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |