আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৪
বিডি দিনকাল,ডেস্ক :-সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন মামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার নব নির্বাচিত প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ আকবর হোসাইন মানিক এবং স্বেচ্ছাসেবক দল-নগর সদস্য খাজা স্বপন নি¤œ আদালতে আত্মসমর্পন করলে উচ্চ আদালতের জামিন বাতিল করে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “জনবিচ্ছিন্ন আওয়ামী সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নির্মূল করে একদলীয় দু:শাসনকে দীর্ঘায়িত করতেই নেতাকর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও ভিত্তিহীন মামলা দায়েরের মাধ্যমে তাদেরকে কারাগারে পুরে রাখছে। মূলত: শাসকগোষ্ঠী বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি-কে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার নব নির্বাচিত প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ আকবর হোসাইন মানিক এবং স্বেচ্ছাসেবক দল-নগর সদস্য খাজা স্বপন সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে। তবে বিরোধী দল ও মতের মানুষদের প্রতি এই ধরণের ধারাবাহিক নিপীড়ণ-নির্যাতনের খেসারত বর্তমান সরকারকে দিতেই হবে।”
নেতৃদ্বয় অবিলম্বে মোঃ আকবর হোসাইন মানিক এবং খাজা স্বপন এর বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং তাদের নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |