আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ২:২৬
বিডি দিনকাল ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এরশাদ মির্জা -কে আজ বিকাল ৪ টার দিকে হাটহাজারী পৌরসভার মীরেরখীল স্কুল মাঠ থেকে র্যাব পরিচয়ে সাদা পোশাকধারী আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যায়। এরশাদ মির্জাকে সাদা পোশাকধারী আইনশৃংখলা বাহিনী কতৃক গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “চিরকাল রাষ্ট্রক্ষমতা দখলে রাখতে বর্তমান ভোটারবিহীন গণধিকৃত সরকার এতটাই উন্মাদ হয়ে গেছে যে, বিএনপি ও এর অঙ্গ-সংগঠনসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদেরকে গ্রেফতার/সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া নতুন কোন ঘটনা নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে কারাবন্দী রেখে প্রহসনমূলক আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আবারও জোর করে রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার কুটকৌশলের অংশ হিসেবে দেশব্যাপী বিরোধী নেতা-কর্মীদেরকে গ্রেফতারের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে তুলে নিতে মরিয়া হয়ে উঠেছে সরকার। আর সেই কুটকৌশলের শিকার হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এরশাদ মির্জা । আমরা তার (এরশাদ মির্জা) তুলে নেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার সন্ধান ও নি:শর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।”
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |