আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৩৮
ডেস্কঃ- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ^বিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত কর্মসূচিতে ছাত্রলীগের বেপরোয়া হামলার প্রতিবাদে গতকাল রাজধানীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ওপর পুলিশ বর্বরোচিত হামলা চালায়। পুলিশ মিছিল থেকে তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজুল ইসলাম, রতন ও মিরপুর থানা শাখার নেতা আলাউদ্দিনকে গ্রেফতার করে এবং বেধড়ক লাঠিচার্জের মাধ্যমে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম রবিন, মিরপুর থানা শাখার আহবায়ক ফিরোজ আহমেদ, কাফরুল থানা শাখার আহবায়ক ইকবাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ নিউমার্কেট থানা শাখার আহবায়ক খান মনির, কদমতলী থানা শাখার যুগ্ম আহবায়ক রাকিবুল্লাহ, সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, নিউমার্কেট থানা শাখার সদস্য মোঃ ইকবাল হোসেন, মোঃ শিপন এবং তেজগাঁও থানা শাখার নেতা সাইফুর রহমান সোহেলকে গুরুতর আহত করে। আহত নেতৃবৃন্দ রাজধানীর বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ কর্তৃক সংঘটিত এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
আজ এক বিবৃতিতে মোস্তাফিজুর রহমান এবং আব্দুল কাদির ভুইয়া জুয়েল বলেন, “শহীদ জিয়ার ৪০তম শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে গতকাল স্বেচ্ছাসেবক দলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের ঘৃন্য হামলা, গ্রেফতার ও নেতাকর্মীদেরকে আহত করার ঘটনা বিরোধী দল দমনে বর্তমান নিষ্ঠুর সরকারের আরেকটি বর্বরতার স্বাক্ষর। হামলাকারিরা অবৈধ সরকারের দু:শাসনের বরকন্দাজ। সারাদেশকেই এরা রক্তারক্তি, হানাহানির অরাজকতার অন্ধকারে ঢেকে দিয়েছে। জোর করে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে সরকার দুস্কৃতিকারিদেরকে আশকারা দিয়ে বিরোধী মত, বিশ^াসের মানুষের ওপর চড়াও হচ্ছে। নিজ অঙ্গ সংগঠনগুলোকে বন্য প্রতিহিংসায় উদ্বুদ্ধ করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য ব্যবহার করা হচ্ছে। গুম, অহরহণ, খুন, গুপ্তহত্যা, বিচার বহির্ভূত হত্যা, গলাবাজি, অপপ্রচার ও মিথ্যা ভাষণই বর্তমান ভোটারবিহীন সরকারের স্বত্তা ও স্বরুপ। আওয়ামী লীগ নিজের স্বার্থের জন্য যেকোন রঙ ধারণ করতে পারে। বর্তমানে মানুষের নিরাপত্তা ও শান্তিকে অশান্তির আগুনে দগ্ধ করতে আওয়ামী সরকারের জুড়ি মেলা ভার। ক্ষমতার মোহে অন্ধের মতো বেপরোয়া দাপিয়ে বেড়াতে গিয়ে এরা দেশকে গণতন্ত্রশুণ্য করে নিজেদের অঙ্গ সংগঠনগুলোকে বিবেক ও মনুষ্যত্বহীনতার শেষ প্রান্তে পৌঁছে দিয়েছে। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা, নেতাকর্মীদেরকে গ্রেফতার ও পিটিয়ে আহত করার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নি:শর্ত মুক্তি এবং আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।”
এছাড়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-গাজীপুর মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি গাজী সালাহ উদ্দিন আজ মিথ্যা ও বানোয়াট মামলায় আদালতে জামিন নিতে গেলে তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল। নেতৃদ্বয় অবিলম্বে গাজী সালাহ উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |