আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার লেলিহান শিখায় দেশ এখন জ¦লছে। প্রতিহিংসার ছোবলে বর্তমান সরকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ক্ষত-বিক্ষত করছে। গতরাতে সেটিরই আরও একটি বহিঃপ্রকাশ ঘটলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শফিউদ্দিন সেন্টুকে গ্রেফতারের মধ্য দিয়ে। বর্তমানে রাষ্ট্রের সকল অঙ্গকে করায়ত্ত করে সরকার নিজেকে মহা প্রতাপশালী ভাবছে। কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য জনগণের শক্তি যে প্রধান নিয়ামক সে কথাটি সরকার বেমালুম ভুলে গেছে। সরকার ভাবছে অনাচারের মাধ্যমেই তারা চিরকাল ক্ষমতা কুক্ষিগত করে রাখতে সক্ষম হবে, এটি ভেবে থাকলে সরকার ভুলের স্বর্গে বাস করছে। ভয় দেখানোর অপকৌশল হিসেবেই দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতারের ধারাবাহিকতায় গতরাতে স্বেচ্ছাসেবক দলের নিবেদিতপ্রাণ নেতা শফিউদ্দিন সেন্টুকে গ্রেফতার করা হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ^াস করি-প্রতিটি গ্রেফতারই বিএনপি’র নেতাকর্মীদেরকে সরকারের বিরুদ্ধে সংগ্রামে আরও বেশি উদ্দীপ্ত ও অঙ্গিকারাবদ্ধ করবে।
বাসায় অভিযান চালিয়ে শফিউদ্দিন সেন্টুকে গ্রেফতারের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর দাবী জানাচ্ছি।”