আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:০৪
বিডি দিনকাল ডেস্ক :- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম ও টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের যৌথ সভায় সর্বসম্মতি ক্রমে টাঙ্গাইল জেলার ৬ টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বেচ্ছাসেবক দল টাঙ্গাইল জেলার সভাপতি মো: তারিকুল ইসলাম খান ঝলক এবং সাধারণ সম্পাদক আব্দুর রৌফ এসব ইউনিট কমিটি সমূহ অনুমোদন করেন।
টাঙ্গাইল জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :
১.ধনবাড়ি উপজেলা : আহবায়ক : আনোয়ার হোসেন লেবু, সদস্য সচিব : মো: রাশিদুল হাসান প্লাবন। যুগ্ম আহবায়ক-১.মো: সোহেল শেখ ২. মো: মিলন হোসেন ৩.মো: খলিলুর রহমান ৪. মো: করিম ৫. মো: মুক্তার হোসেন ৬.সৈয়দ আলী সহ ২৩ সদস্য বিশিষ্ট কমিটি
২.ধনবাড়ি পৌর : আহবায়ক: মো: মাসুদ রানা , সদস্য সচিব: মো: ফিরোজ হোসেন রাজিব। যুগ্ম আহবায়ক-১.মো: সোহেল রানা ২ মো: জামিল ৩ মো: আফজাল সরকার সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।
৩.ভূঞাপুর উপজেলা :আহবায়ক : খন্দকার আব্দুল আলীম, সদস্য সচিব: মো: তারিকুল ইসলাম তুহিন। যুগ্ম আহাবায়ক-১.হুমায়ুন কবির পিয়ারু ২ .মো: সুরমান আলী ৩ মো:আকবর প্রামানিক ৪. মো: কাদিরুজ্জামান খান ৫. মো: শরিফুল ইসলাম ৬.মো: আব্দুর রশিদ ৭.মো: জহিরুল ইসলাম ৮ মো: বাদল সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৪.ভূঞাপুর পৌর : আহবায়ক: মো: এমদাদুর রহমান, সদস্য সচিব: মো: সুমন মিয়া। যুগ্ম আহবায়ক-১. খন্দকার শহিদুল ইসলাম ২ মো: সুজন সরকার ৩ মো: কালাম তালুকদার ৪.শহিদুল ইসলাম লেলিন ৫ খন্দকার রফিক ৬. করিম সরকার ৭.হেলাল শেখ ৮.সবুজ তালুকদার সহ ২৯ সদস্য বিশিষ্ট কমিটি।
৫.ঘাটাইল পৌর: আহবায়ক: মো: জাকির হোসেন ফিরোজ, সদস্য সচিব: মো: ফাহিম শাহরিয়ার সাব্বির। যুগ্ম আহাবায়ক-১.মো: ইকবাল হোসেন শুভ ২. মো: সোহেল রানা ৩. মো: আরিফুল ইসলাম আরিফ ৪. মো: কাওসার তালুকদার ৫. মো: সালমান শাহ ৬. মেহেদি হাসান হৃদয় সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।
৬.কালিহাতি পৌর: আহবায়ক: মো: মতিয়ার রহমান, সদস্য সচিব: মো: মুজাহিদ হোসেন তালুকদার। যুগ্ম আহবায়ক-১.মো:শরিফুল ইসলাম ২ মো: ইসরাত হোসেন ৩.শুকুর মাহমুদ ৪. মো: সেলিম সিদ্দিকি ৫. মো:জুবায়ের ইসলাম ৬. মো: এসএম রশিদ ৭. মো: আশরাফ আলী সহ ২৭ সদস্য বিশিষ্ট কমিটি।প্রেস বিজ্ঞপ্তি—টাঙ্গাইল কমিটি
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |