আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:২০
তারিখ ঃ ১৪ ফেব্রæয়ারি ২০২২
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাথে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিম ও ব্রাম্মনবাড়িয়া এবং কুমিল্লা উত্তর জেলা নেতৃবৃন্দের যৌথ সভায় ব্রাম্মনবাড়িয়া জেলার ১৪টি, কুমিল্লা উত্তর জেলার ২ টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বেচ্ছাসেবক দল ব্রাম্মনবাড়িয়া জেলা শাখার আহবায়ক দেলোয়ার হোসেন দীলিপ ও সদস্য সচিব মো: মোল্লা সালাউদ্দিন এবং কুমিল্লা উত্তর জেলার ভারপ্রাপ্ত সভাপতি আল এমরান খাঁন ও সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেন হাজারী এসব কমিটি অনুমোদন করেন। এছাড়াও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদন করা হয়।
ব্রাম্মণবাড়িয়া জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :
১.ব্রাম্মণবাড়িয়া সদর উপজেলা : আহবায়ক : মো: আরিফ নুরুল আমিন, সদস্য সচিব : মো: আবেদ হোসেন। যুগ্ম আহবায়ক- ১. মো: শফিকুল ইসলাম ২. শেখ সালাউদ্দিন ৩. মো: শফিক ৪. মো: হাসানুল কবির ৫. মো: হোসেন মিয়া (সাবেক মেম্বার) ৬. মো: সোহেল মিয়া ৭. মো: সেলিম মিয়া ৮. মো: নাঈমুল ইসলাম ৯. শেখ মো: বাদল মিয়া সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
২.ব্রাম্মণবাড়িয়া পৌর : আহবায়ক : শামছুল রহমান সজীব, সদস্য সচিব : মো: বাবু। যুগ্ম আহবায়ক- ১. মো: সাইদুল ইসলাম ২. মুসা ইকবাল চৌধুরী ৩. রুবেল খান ৪. এমরান ভূইয়া ৫. খোকা মিয়া ৬. খন্দকার আকরাম ৭. অপূর্ব ঘোষ সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।
৩.আশুগঞ্জ উপজেলা : আহবায়ক : আতাউর রহমান বাবুল, সদস্য সচিব : মো: হুমায়ুন কবির। যুগ্ম আহবায়ক- ১. মো: সুজন ২. রাসেল বিপ্লব ৩. আকরাম আহমেদ খান ৪. মো: জসিম ৫. জহির চৌধুরী ৬. মির্জা আব্বাস ৭. মো: সুমন ৮. মো: সাদ্দাম ৯. মো: আমিনুল সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৪.সরাইল উপজেলা : আহবায়ক : মেহেদী হাসান পলাশ, সদস্য সচিব : মো: আল-আমিন শাহরিয়ার। যুগ্ম আহবায়ক- ১. সালাহ উদ্দিন সুরুজ ২. মুখলেছুর রহমান (মামুন) ৩. মো: হাসান মাস্টার ৪. মো: রবিউল ইসলাম ৫. মাইনুল ইসলাম ৬. মো: সেলিম মিয়া ৭. আব্দুল গাফ্ফার আওয়াল ৮. মো: জুয়েল মিয়া ৯. মেহেদি হাসান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৫.নাসিরনগর উপজেলা : আহবায়ক : মো: এনামুল হুদা সুমন, সদস্য সচিব : নজরুল ইসলাম। যুগ্ম আহবায়ক- ১. মো: আব্বাছ আলী ২. এ্যাড. কে এম নজরুল ইসলাম রানা ৩. মো: বকুল মিয়া ৪. শফিকুল ইসলাম চৌধুরী ৫. মো: মিনহাজুল কবির ৬. মো: ইকবাল হাসান ৭. সৈয়দ মাশুক ৮. মো: আব্দুল বাকি ৯. আফজল হোসেন (রতনপুর) সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৬.বিজয়নগর উপজেলা : আহবায়ক : মো: সাঈদ খোকন, সদস্য সচিব : খাবিরুর রহমান মনির। যুগ্ম আহবায়ক- ১. মো: নাছির উদ্দিন ২. মো: কাউছার আহম্মেদ ৩. মো: ইব্রাহীম ৪. মো: ফারুক ৫. মো: আব্দুর জলিল মিষ্টু ৬. মো: শাহ আলম মিয়া ৭. মো: শামীম ৮. মো: আক্তার হোসেন ৯. মো: মিয়াব আলী সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৭.নবীনগর উপজেলা : আহবায়ক : ফারুক আহমেদ, সদস্য সচিব : তোজাম্মেল হক বকুল। যুগ্ম আহবায়ক- ১. মোহাম্মদ বায়জিদ বাবু ২. আব্দুল আল মামুন ৩. এ কে এম কাবিল কুদ্দুস ৪. মোশারফ হোসেন চৌধুরী ৫. মাহমুদুল হক বাবু ৬. মো: ইয়াছিন মাস্টার ৭. মো: রেজাউল করিম বাবু ৮. ইফতেকার মামুন ৯. ইয়ার হোসেন মেম্বার সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৮.নবীনগর পৌর : আহবায়ক : আব্দুল্লাহ আল মামুন মৃধা, সদস্য সচিব : মো: জসিম উদ্দিন। যুগ্ম আহবায়ক- ১. মো: আল আমিন ২. বশির আহম্মেদ ৩. বাবুল মিয়া ৪. রাজু ঋষি ৫. মো: জুয়েল সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।
৯.বাঞ্চারামপুর উপজেলা : আহবায়ক : মো: ওমর ফারুক, সদস্য সচিব : মো: আওলাদ হোসেন। যুগ্ম আহবায়ক- ১. মো: মাহবুব হাসান ২. মো: রফিকুল ইসলাম ৩. মো: আকরাম হায়দার ৪. মো: জুয়েল রানা ৫. পারভেজ আহমেদ মানিক ৬. মো: নাছির উল্লাহ ৭. মো: আল আমিন ৮. আলমগীর হোসেন ৯. মো: আল জামাল আহমেদ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
১০.বাঞ্চারামপুর পৌর : আহবায়ক : সালাউদ্দিন, সদস্য সচিব : মো: সাব্বির আহম্মেদ অপু। যুগ্ম আহবায়ক- ১. জাহিদুল ইসলাম ফাহাদ ২. মো: রিয়াজ ইসলাম ৩. ফাহাদ হোসেন ৪. মাহবুব হোসেন ৫. রবিউল্লাহ ৬. মো: মনির হোসেন ৭. মেজবাহ উদ্দিন ৮. মো: সিদ্দিকুর রহমান ৯. মো: সুমন মিয়া সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
১১.কসবা উপজেলা : আহবায়ক : মো: জমির খান, সদস্য সচিব : মো: নাসিম ভূঁইয়া। যুগ্ম আহবায়ক- ১. ইঞ্জিনিয়ার মো: সাইফুল ইসলাম ২. মো: গোলাম জিলানী ভূঁইয়া ৩. মো: হামিম ভূঁইয়া রিপন ৪. মো: সোহরাব হোসেন সুমন ৫. মো: সারোয়ার কামাল ৬. মো: সোহাগ ৭. ঘটক মো: হেলাল উদ্দিন ৮. মো: হিরণ মিয়া ৯. মো: আপ্তাব উদ্দিন নাসির সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
১২.কসবা পৌর : আহবায়ক : মো: রুনু মিয়া, সদস্য সচিব : মো: মিজান মিয়া। যুগ্ম আহবায়ক- ১. মনিরুল ইসলাম (মনির) ২. মো: মির ফিরোজ ৩. মো: জামাল মিয়া ৪. মো: ফিরোজ মিয়া ৫. মো: গোলাম মোস্তফা ৬. মো: আল-আমিন ৭. মো: মোশাররফ হোসেন ৮. মো: শাহাদাত ৯. মো: শাহ পরান পাঠান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
১৩.আখাউড়া উপজেলা : আহবায়ক : জসিম উদ্দিন রাজু, সদস্য সচিব : মো: আশরাফুল ইসলাম ভুইয়া। যুগ্ম আহবায়ক- ১. মো: লিটন আহমেদ ভূঁইয়া ২. মো: আলম ভূঁইয়া ৩. মো: জাফরউল্লাহ ৪. মো: ফয়সাল মিয়া ৫. মো: শফিকুল ইসলাম ৬. মো: সাখাওয়াত হোসেন ৭. মো: আওয়াল ভুইয়া ৮. মো: সাইফুল ইসলাম ৯. মো: ছাব্বির সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
১৪.আখাউড়া পৌর : আহবায়ক : মো: রামিন খান, সদস্য সচিব : মো: আরিফ হাসান ঝিকু। যুগ্ম আহবায়ক- ১. মো: রাকিব মিয়া ২. মো: রিপন মিরাজী ৩. মো: হান্নান মিয়া ৪. মো: রাশেদ খান ৫. মো: আল আমিন সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।
কুমিল্লা উত্তর জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :
১.চান্দিনা উপজেলা : আহবায়ক : ডা: মো: সাইফুল্লাহ (বাপ্পি), সদস্য সচিব : মোয়াজ্জেম হোসেন। যুগ্ম আহবায়ক- ১. মো: এরশাদুল হক ২. কামাল হোসেন মুন্সি ৩. আতিকুর রহমান ভূইয়া ৪. সাইফুল ইসলাম বাবর ৫. জয়নাল আবেদিন ৬. উজ্জর হোসেন রানা ৭. আনোয়ার পারভেজ শিমুল ৮. শফিকুল ইসলাম ৯. আব্দুল্লাহ আল-মামুন ১০. সাইফুল আলম রাসেল সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
২.চান্দিনা পৌর : আহবায়ক : ফারুক আহমেদ খাঁন, সদস্য সচিব : ইকরামুজ্জামান শান্ত। যুগ্ম আহবায়ক- ১. নজরুল ইসলাম ২. মোজাম্মেল হক ৩. নজরুল ইসলাম-২ ৪. সাব্বির মাহমুদ পিয়াস ৫. মেহেদি হাসান মানিক ৬. দেলোয়ার হোসেন ৭. গাজী রানা ৮. জুবায়ের আহাম্মেদ সুমন ৯. রুবেল হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
কিশোরগঞ্জ জেলার অনুমোদিত ইউনিট কমিটি :
১.তাড়াইল উপজেলা : আহবায়ক : আতিকুর রহমান অপু, সদস্য সচিব : মো: জাহাঙ্গীর হাসান ভূঞা রাকিব। যুগ্ম আহবায়ক- ১. মো: রবিউল আউয়াল ২. মো: রুবেল খন্দকার ৩. ইমতিয়াজ মাশরাফি জহির ৪. মো: আবুল হুসেন ইমন ভূঞা ৫. মো: রুবেল মড়ল ৬. মো: আজহারুল ইসলাম হারুন ৭. মো: ইমদাদুল হক রাজীব ৮. মো: জাহাঙ্গীর মিয়া ৯. মো: সুমন মিয়া সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হলো।প্রেস বিজ্ঞপ্তি
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |