আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৮:০৯
বিডি দিনকাল ডেস্ক:- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাথে খুলনা বিভাগীয় সাংগঠনিক টিম ও যশোর জেলার নেতৃবৃন্দের যৌথ সভায় যশোর জেলার ৩ টিঁ ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বেচ্ছাসেবক দল যশোর জেলার সভাপতি মো: রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো: মোস্তফা আমীর ফয়সাল মনিরামপুর পৌর কমিটি অনুমোদন করেন। এছাড়াও যশোর জেলার শার্শা উপজেলা ও বেনাপোল পৌর এবং কুষ্টিয়া জেলার খোকশা উপজেলা ও কুমরাখালী উপজেলার কমিটি সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদন করা হয় এবং কুষ্টিয়া জেলার পূর্বঘোষিত কুমারখালী পৌর কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
যশোর জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :
১.বেনাপোল পৌর : আহবায়ক : মো: শহিদুল ইসলাম শহিদ, সদস্য সচিব : ওমর ফারুক । যুগ্ম আহবায়ক-১. মো: জামাল উদ্দিন ২. রাজু আহমেদ ৩. মো: মফিজুর রহমান ৪. মো: দাউদ হোসেন ৫. মো: হাসানুজ্জামান ৬. মো: হাবিবুর রহমান চঞ্চল ৭. মো: জাহাঙ্গীর আলম ৮. মো: জসিম উদ্দিন ৯. মো: আবু মুসা সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
২.শার্শা উপজেলা : আহবায়ক : মো: রাকিবুল ইসলাম রিপন, সদস্য সচিব : সেলিম হোসেন আশা। যুগ্ম আহবায়ক-১. মো: ওয়াসী উদ্দিন ২. ইকরাজ আহমেদ রাজ ৩. এসএম আব্দুল হক ৪. মো: আবু বকর সিদ্দিকী মিলন ৫.সাজিদুর রহমান সবুজ ৬. মো: মনিরুজ্জামান মনি ৭. মেহেদী হাসান জনি ৮. প্রফেসর রোকুনুজ্জামান মিলন ৯. মো: বাবর আলী সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৩.মনিরামপুর পৌর : আহবায়ক : মো: কামরুল গাজী, সদস্য সচিব : মো: মাসুদ গাজী । যুগ্ম আহবায়ক-১. মো: ফারুক হোসেন ২. মো: সোহাগ হোসেন ৩. ইমরান নাজির ৪. মো: সুমন হোসেন ৫. আমিনুল ইমলাম ৬. তাহিদুল ইসলাম ৭. আবু দাউদ সবুজ ৮. শাহরিয়ার হোসেন ৯. নাহিদ হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
কুষ্টিয়া জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ:
১.খোকশা উপজেলা (সংশোধিত) : আহবায়ক : রবিউল ইসলাম স্বপন, সদস্য সচিব : মহসিন রেজা । যুগ্ম আহবায়ক-১. এম আব্দুল্লাহ খান ২. সোহেল রানা মানিক ৩. মো: মমিনুল হক লিটন ৪. মো: মাসুদ খান ৫. মনিরুজ্জামান একরাম ৬. সোহরাব আলী ৭. রহিচ উদ্দিন ৮. ফজলুল হক আইনাল ৯. মুন্সী রইচ উদ্দিন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি
২.কুমারখালী উপজেলা (সংশোধিত) : আহবায়ক : হাসানুজ্জামান হাসান, সদস্য সচিব : রফিকুল ইসলাম রফিক। যুগ্ম আহবায়ক- ১. মরশেকুর রহমান তুহিন ২. আসাদুজ্জামান নুর ৩. অহিদুর রহমান টিটু ৪. মো: জিলাল হোসেন ৫. রাশেদুল ইসলাম রাশেদ ৬. হাসিবুল আলম উল্লাস ৭. সাইদুর রহমান জিন্না ৮. মিনারুল ইসলাম ৯. আরমিলা আক্তার আখি সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হলো।JSSD-Press Release 27-09-2021
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |