আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৪৭
বিডি দিনকাল ডেস্ক :- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাথে রাজশাহী এবং সিলেট বিভাগীয় সাংগঠনিক টিম যথাক্রমে রাজশাহী মহানগর ও সিলেট জেলার নেতৃবৃন্দের যৌথ সভায় রাজশাহী মহানগরের ৮টি ও সিলেট জেলার ৫টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর শাখার সভাপতি মো: জাকির হোসেন (রিমন) ও সাধারণ সম্পাদক মো: আবেদুর রেজা (রিপন) রাজশাহী মহানগরের ৮টি ইউনিট এবং সিলেট জেলার আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান সিলেট জেলার ৫টি ইউনিট কমিটি অনুমোদন করেন।
রাজশাহী মহানগরের অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :
১.কাশিয়াডাঙ্গা থানা : আহবায়ক : মো: নাহিদ উদ্দীন, সদস্য সচিব : মো: রজব আলী। যুগ্ম আহবায়ক- ১. মো: রাজিব হোসেন ২. মো: রমজান আলী ৩. মো: মনির হোসেন ৪. মো: আল-আমিন হৃদয় ৫. মো: রাজিব হোসেন বাবু ৬. মো: খাদেমুল ইসলাম রাতুল ৭. মো: আসিকুজ্জামান আসিক ৮. মো: স¤্রাট আলী ৯. মো: মনিরুজ্জামান মনির সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
২.বোয়ালিয়া থানা (পশ্চিম) : আহবায়ক : মো: মমিনুল ইসলাম মিলু, সদস্য সচিব : মো: আবু তালহা (স¤্রাট)। যুগ্ম আহবায়ক- ১. মো: মীর ফারুক আহমেদ কার্টুন ২. মো: নুর রেজা রনি ৩. মো: শরিফুল ইসলাম ৪. মো: মাসুদ রানা ৫. মো: আল আমিন টিংকু ৬. মো: তাহের খান শুভ ৭. মো: হাসিবুল ইসলাম ৮. মো: সানি ৯. মো: রায়হান কায়সার সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৩.বোয়ালিয়া থানা (পূর্ব) : আহবায়ক : মো: সাইদুল ইসলাম, সদস্য সচিব : মো: হেদায়েত উল্লাহ্ শিমুল। যুগ্ম আহবায়ক- ১. মো: বাদশা হোসেন ২. মো: রিপন শেখ ৩. মো: সাইফুল ইসলাম সপন ৪. মো: সোহেল রানা বুলু ৫. মো: লাল মিয়া ৬. মো: ফয়সাল ৭. মো: তুহিন সরকার ৮. মো: সোহেল রানা জুয়েল ৯. মো: ইব্রাহিম খলিলুল্লাহ্ রানা সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৪.মতিহার (দক্ষিন) থানা : আহবায়ক : মো: আক্তারুজ্জামান, সদস্য সচিব : মো: আনোয়ার হোসেন। যুগ্ম আহবায়ক- ১. মো: আলাউদ্দিন ২. মো: রফিকুজ্জামান রাসেল ৩. মো: কামাল হোসেন ৪. মো: আব্দুল বারিক ৫. মো: ইলিয়াস আহম্মেদ ৬. মো: মুঞ্জুর রহমান ৭. মো: পিয়ারুল ইসলাম ৮. মো: সুয়াইবুর রহমান ৯. মো: মনির হোসেন রাজু সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৫.মতিহার (উত্তর) থানা : আহবায়ক : মো: আনোয়ার হোসেন সেন্টু, সদস্য সচিব : মো: আলমগীর হোসেন। যুগ্ম আহবায়ক- ১. মো: রাসেদুজ্জামান রাসেদ ২. মো: মমিন আলী ৩. মো: মাসুদ রানা ৪. মো: আসকার আলী বাবু ৫. মো: এমদাদুল হক জুয়েল ৬. মো: আবুল কালাম আজাদ ৭. মো: ওয়াহিদুর রহমান ৮. মো: বকুল ৯. মো: লিহান আলী সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৬.শাহ্-মখদুম থানা : আহবায়ক : মো: রুহুল আমীন, সদস্য সচিব : মো: আব্দুল কাইয়ুম সুভ। যুগ্ম আহবায়ক- ১. মো: শরিফুল হাসান (পরাগ) ২. মো: নয়ন শেখ ৩. মো: দুলাল ৪. মো: ইমরান আলী ৫. মো: রবিউল ইসলাম (রাসেল) ৬. মো: শামিম রেজা ৭. মো: রাব্বি ৮. মো: ইকবাল হোসেন বাপ্পি ৯. মো: মোতাকাব্বির রহমান (পিপলু) সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৭.চন্দ্রিমা থানা : আহবায়ক : মো: সোহান, সদস্য সচিব : মো: রিজভী রেজা সাগর। যুগ্ম আহবায়ক- ১. মো: মামুন শেখ ২. মো: অভি আহমেদ আকাশ ৩. মো: সুমন ৪. মো: এরশাদ আলী ৫. মো: আব্দুস সামাদ ৬. এড. মো: সাকিব হাসান ৭. মো: এনামুল হক জয় ৮. মো: সুজন হোসেন ৯. মো: সৌরভ আহমেদ ছানা সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৮.রাজপাড়া থানা : আহবায়ক : শাহিন সাদি, সদস্য সচিব : মো: ফারুক মেহমুদ। যুগ্ম আহবায়ক- ১. মো: বিপ্লব ২. মো: আলামিন হোসেন ৩. মো: আরিফ জাভেদ ৪. মো: টিটু ৫. সাব্বির হোসেন জীবন ৬. মো: বিপুল হোসেন ৭. মো: আতাউর রহমান আতাউর ৮. মো: আশরাফুল ইসলাম শামীম ৯. মো: সুমন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
সিলেট জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :
১.ওসমানীনগর উপজেলা : আহবায়ক : মো: আব্দুল রকিব (রকিব আলী), সদস্য সচিব : মাসুদুর রহমান। যুগ্ম আহবায়ক- ১. লয়লুছ মিয়া ২. সুহিনুল হক আক্তার ৩. গোলাম মো: আতিকুল আলম ৪. রমজান আলী ৫. রিমন মাহমুদ রাসেল ৬. সুহেল মিয়া (রাহুল) ৭. সুয়েব আলম ৮. রেজাউল করিম ৯. সাইদুর রহমান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
২.কোম্পানীগঞ্জ উপজেলা : আহবায়ক : এডভোকেট আলাউদ্দিন, সদস্য সচিব : এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল। যুগ্ম আহবায়ক- ১. মো: মনির হোসেন ২. মো: কুতুব উদ্দিন (উত্তর রনিখাই) ৩. মো: আনসার উদ্দিন ৪. ইফতেখার মাহমুদ পাবেল ৫. আব্দুল মজিদ বাবলু ৬. সালাহ উদ্দিন রানা ৭. তারেক আহমদ ৮. মো: সামসু উদ্দিন ৯. লিটন আহমদ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৩.কানাইঘাট উপজেলা : আহবায়ক : ফারুক আহমদ (মেম্বার), সদস্য সচিব : আমিনুল ইসলাম আমিন। যুগ্ম আহবায়ক- ১. সেলিম রেজা ২. আনোয়ার হোসেন চৌধুরী ৩. কামাল উদ্দিন ৪. ইফজালুর রহমান ৫. করিম উদ্দিন ৬. আফতাব উদ্দিন ৭. কেফায়েত উল্লাহ ৮. হাবিব আহমদ ৯. মিজান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৪.কানাইঘাট পৌর : আহবায়ক : আব্দুর রহমান, সদস্য সচিব : রিয়াজ উদ্দিন। যুগ্ম আহবায়ক- ১. মনির উদ্দিন ২. হুমায়ুন রশিদ ৩. নাহিদ ইসলাম ৪. রাজু আহমদ ৫. আব্দুল জলিল ৬. নোমান আহমদ ৭. রুহুল আমিন ৮. রহিম উদ্দিন ৯. আব্দুল মতিন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৫.বিশ্বনাথ উপজেলা : আহবায়ক : মো: কাওছার খান, সদস্য সচিব : আশিকুর রহমান রানা। যুগ্ম আহবায়ক- ১. মো: নুরুজ্জামান ২. মুহিবুর রহমান মাহবুব ৩. তাজ উদ্দিন আহমদ কিনু ৪. রায়হান আহমদ ৫. কাপ্তান মিয়া ৬. ছমির আলী ৭. নুরুজ্জামান জামান ৮. সাইদ আহমদ ৯. আব্দুল মুমিন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হলো।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |