আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:৪৫
বিডি দিনকাল ডেস্ক:- সচিবালয়ে হঠাৎ করে একত্রিত হয়েছিলেন সরকারের সব সচিব। মন্ত্রিপরিষদ সচিবের আহ্বানে সভাটি ডাকা হয়েছিল। গতকাল সকাল ১০টায় শুরু হওয়া সভাটি চলে প্রায় ঘণ্টা দেড়েক। নির্বাচনের আগে জরুরি ভিত্তিতে এমন সভা আয়োজন নিয়ে দিনভর কৌতূহল ছিল সচিবালয়ে কর্মরতদের। যদিও মন্ত্রিপরিষদের পক্ষ থেকে বলা হয়েছে এটি উন্নয়ন কর্মকাণ্ড সংশ্লিষ্ট সভা। সূত্র জানায়, মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর সব সচিব/সিনিয়র সচিবের সঙ্গে মাহবুব হোসেনের প্রথম সভা এটি। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আজ মঙ্গলবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভা হওয়ার কথা ছিল। কিন্তু মন্ত্রিপরিষদ সচিব সভাটি একদিন এগিয়ে সোমবার করার সিদ্ধান্ত নেন।
এ কারণে রোববার রাতে সব সচিব ও সিনিয়র সচিবকে ফোন করে সোমবার সকাল ১০টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সভায় উপস্থিত থাকতে বলা হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়াসহ ৮০ জন সচিব ও সিনিয়র সচিব সভায় উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, প্রথমে সচিব সভা হয়েছে।এক থেকে দেড় ঘণ্টা ধরে সচিব সভা হয়। এরপর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠক হয়।
তবে সচিব সভার বিষয়টি অস্বীকার করে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, এটি সচিব সভা ছিল না। আমরা প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির যে নিয়মিত মিটিং করি এটি সেই মিটিং। এটি আগামীকাল ( আজ মঙ্গলবার) ছিল, ওই সময় আমার অন্য একটি প্রোগ্রাম পড়েছে। সেজন্য একদিন আগে করেছি।
তিনি আরও বলেন, আমাদের তরফ থেকে বিশেষ কোনো নির্দেশনা ছিল না। আমরা এই মিটিংয়ে সাধারণত যে জিনিসটা আলোচনা করি সেটাই ছিল। আমাদের অনেকগুলো প্রস্তাব ছিল। আমাদের কিছু নিয়োগবিধি ছিল, অর্গানোগ্রাম অ্যাপ্রুভ করার বিষয় ছিল সেগুলো আমরা আলোচনা করেছি। আমাদের যে সরকারি হাসপাতাল ছিল সেই হাসপাতালের নিয়োগবিধিটা আমরা করে দিয়েছি। কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওইখানে আমরা কয়েকটা বিষয় আলোচনা করেছি। সেটি হচ্ছে প্রকল্প বাছাই করার ক্ষেত্রে আন্তর্জাতিক যে উইন্ডোগুলো তৈরি হচ্ছে সেখানে সচিবরা যেন একটু বেশি নজর দেন সেই বিষয় নিয়ে কথা হয়েছে। বৈঠকে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা-জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই সভায় এটা নিয়ে আলোচনা হয় না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সচিব জানান, সচিব সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি এক থেকে দেড় ঘণ্টা দীর্ঘ হয়েছিল। বৈঠকে সরকারের চলমান উন্নয়ন প্রকল্পগুলো তদারকি ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিডিপি) তৈরির সময় তা ভালোভাবে দেখভাল করার নির্দেশনা দেয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত অপর একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একজন সচিব জানান, আমাদের সরকারের নানা উন্নয়ন প্রকল্পগুলোর দেখভাল করার বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। ডিপিপি তৈরিতে যেন আন্তর্জাতিক মান বজায় রাখা হয় সেসব বিষয়ে নজর রাখতে বলা হয়েছে। চলমান উন্নয়ন প্রকল্পগুলো যেন নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায় সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সচিবদের নানা নির্দেশনা দেন।সূত্র: মানবজমিন
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |