আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:৩৭
মনির হোসেন জীবন- ঝিনাইদহের শৈলকুপায় একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি টুকুকে রাজধানীর ডেমরা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আলতাফ ওরফ টুকু আলী শেখ (৭০)। সে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার দলিলপুর গ্রামের দেলবার ওরফে দেলোয়ার শেখের পুত্র। আজ র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল শনিবার দিবাগত রাতে রাজধানীর ডেমরা থানা এলাকায় গোপনে অভিযান চালায়। অভিযানকালে র্যাব সদস্যারা ঝিনাইদহের শৈলকুপা থানার ২০০১ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং দীর্ঘ ২৩ বছর যাবৎ পলাতক আসামি মোঃ আলতাফ ওরফে টুকু আলী শেখ (৭০)কে আটক করতে সক্ষম হয়।
আজ রোববার র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, আটককৃত আসামী আলতাফের বিরুদ্ধে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় ২০০১ সালের ৭ সেপ্টেম্বর তারিখে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার পলাতক আসামী সে। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০২৩ সালের মে মাসে আটক আলতাফকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। মামলাটি দায়ের হওয়ার পর থেকে আসামি টুকু আলী শেখ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |