আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪৩
হবিগঞ্জ:- হবিগঞ্জের আজমিরীঞ্জে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর ও মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় ৫শ’ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) সকালে আজমিরীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তবে মামলার কোনো আসামি এখনও গ্রেপ্তার হয়নি।
পুলিশ জানায়, হামলা ভাংচুর অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলায় ২৩-২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
রোববার (২৮ মার্চ) দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় এলাকায় হেফাজত কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হেফাজত কর্মীরা মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা করে। হামলায় আজমিরীগঞ্জ থানার ওসি, দুই এসআই, এক এএসআইসহ ৭ পুলিশ সদস্য আহত হন। এসময় পুলিশের দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
ভাঙচুর করা হয় পুলিশের পিকআপ ও একটি মোটরসাইকেল। সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছলে হেফাজত কর্মীরা পিছু হটে। এ ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হামলায় গুরুতর আহত পুলিশের দুই এসআইকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। তবে কোন নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় এ ব্যাপারে অঅমরা সতর্ক রয়েছি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |