আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:৩১
মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি! হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামে ঐতিহ্যবাহী শতবছরের কার্তিক বান্নি মেলা উপলক্ষ্যে শানখলা ইউনিয়ন এবং আশেপাশের গ্রামগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছ! দূর দূরান্ত থেকে এসব গ্রামের মানুষদের আত্মীয় স্বজন বিশেষ করে মেয়েরা নাইওরী ও পুত্র বধুদের আত্মীয় স্বজন জামাই কুটুম দের অন্ততঃ এক সপ্তাহ আগেই নিমন্ত্রণ করে আনা হয়! মঙ্গলবার (০৮ নভেম্বর২২ ) ইং সকাল থেকে বান্নি শুরু ইতোমধ্যে কয়েকদিন আগে থেকেই এ মেলায় জমায়েত হয়েছে কয়েক হাজার দর্শনার্থী। । মেলায় বিভিন্ন পণ্যের পসড়া সাজিয়ে বসেছে দোকানীরা। মনোহারি, মিষ্টি, দই-খই, হুরুম-বাতাসার দোকানসহ, ডালা, কুলা, বেত শিল্পের তৈরি বিভিন্ন গ্রামীন জিনিষপত্র, রসুন, কাঠের আসবাবপত্র, পুতুল নাচ, নাগরদোলা, ঘুড়ী এবং কামারেরা তাদের হাতের তৈরি জিনিষ নিয়ে বসে গেছেন মেলা প্রাঙ্গনে। লক্ষাধিক মানুষের আনাগোনায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গন। প্রতি বছরের ন্যায় এবারও বান্নি সরকারিভাবে জেলা প্রশাসন থেকে অনুমোদন দেওয়া হয়েছে এলাকাবাসী বলেন কার্তিক আমাদের শত বছরে ঐতিহ্বাহী বান্নি বা নব্বানের উৎসব মনে করেন বিশেষ করে চা শ্রমিক ঘিরে এবান্নি টির আয়োজন! চা শ্রমিকরা বা হিন্দু সম্প্রদায়ের লোকজনের জন্য বান্নির গুরুত্বপূর্ণ ছিল মাছ পাওয়া কুচিয়া খাকরা ইত্যাদি পাওয়া যায়! বান্নির পরিচালনা কমিটি জানান আমরা ক্রেতা বিক্রতা সবাইকে নিরাপত্তা দেওরা জন্য ব্যবস্থা গ্রহণ করছি ! এতে সার্বিক সহযোগিতা করবে পুলিশ প্রশাসন!
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |