মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি! হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘরে গ্রাহকদের সুবিধার্থে পূবালী ব্যাংক লিঃমিঃ ৪৪১ তম এটিএম বুথ ধর্মঘর শাখার অধীনে উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯নভেম্বর২২) ইং সকালে ১১ ঘঠিকায় মাধবপুর উপজেলার ধর্মঘরে এই বুথের উদ্বোধন করা হয়। পূবালী ব্যাংক লিমিটেড ধর্মঘর শাখার ব্যবস্থাপক মোঃ মমিন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথের উদ্বোধন করেন ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক আবু লাইছ মোঃ শামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রদান ও উপমহাব্যবস্থাপক মোঃ ফজলুল কবির চৌধুরী, রিজিওনাল অফিসের সহকারী মহা-ব্যবস্থাপক ড.মোহাম্মদ আবু তাহের। এ সময় পূবালী ব্যাংক লিঃ মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মোঃ রকিব উদ্দিন, মাধবপুর শাখার ব্যবস্থাপক মোঃ নোমান মিয়া,! স্থানীয় দের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাহক, ব্যবসায়ীবৃন্দ ও পুবালী ব্যাংক শাখার কর্মকর্তা-কর্মচারী প্রমুখ! এটিএম বুথ উদ্বোন করে সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক আবু লাইছ মোঃ শামসুজ্জামান বলেন, গ্রাহকদের সুবিধার্থে এখন থেকে গ্রাহকরা ২৪ ঘন্টা এটিএম কার্ডে বুথ থেকে টাকা উত্তোলন এবং ব্যাংক বন্ধের দিনেও গ্রাহকরা সেবা গ্রহন করতে পারবেন। তিনি সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজারে আরোও একটি এটিএম বুথ উদ্বোধন করেন! গ্রাহকদের উন্নত সেবা প্রদানে তারা সর্বদা তৎপর বলে জানান।