মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি! হবিগঞ্জের লাখাই থানা পরিদর্শন করেন – জেলা প্রশাসক ইশরাত জাহান। বৃহস্পতিবার (১০ নভেম্বর২২) ইং সকাল ১১ ঘঠিকায় লাখাই থানা পরিদর্শনে আসলে লাখাই থানার পক্ষ থেকে জেলা প্রশাসক ইশরাত জাহানকে ফুলের শুভেচ্ছা জানান লাখাই থানার অফিসার্স ইনচার্জ এম এন মিয়া ও ওসি তদন্ত -চম্পক দাম। এ সময় উপস্তিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন। লাখাই থানার অফিস কক্ষে পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন এবং লাখাই থানার আইন শৃংখলা নিয়েও বিশেষ আলোচনা করা হয়। এ সময় আরো উপস্তিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন ও হবিগঞ্জ জেলা প্রশাসকের গোপনীয় শাখার সহকারী কমিশনার নাভিদ সারওয়ার প্রমুখ!