আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:২৮
বিডি দিনকাল ডেস্ক :- বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দেশব্যাপী বিভিন্ন জেলায় বিএনপি’র কেন্দ্র ঘোষিত সমাবেশের অংশ হিসেবে গতকাল ২২ ডিসেম্বর হবিগঞ্জে পুলিশ বিনা উস্কানিতে সমাবেশে গুলিবর্ষণ ও হামলা চালিয়ে প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে আহত করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় জাতীয়তাবাদী কৃষকদল-হবিগঞ্জ পৌর শাখার আহবায়ক মোঃ আশরাফুল আলম সবুজ গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ কর্তৃক এধরণের বর্বরোচিত, ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী সরকার তাদের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং দলীয় সন্ত্রাসীদেরকে দিয়ে দেশব্যাপী ধারাবাহিকভাবে জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে পুলিশ গতকাল হবিগঞ্জে বিএনপি’র শান্তিপূর্ণ সমাবেশের উপর বর্বরোচিত হামলা ও গুলিবর্ষণ করে তিন শতাধিক নেতাকর্মীকে আহত করেছে। আওয়ামী ফ্যাসিবাদ এখন সীমা অতিক্রম করেছে। গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যা, শান্তিপূর্ণ সভা-সমাবেশে গুলিবর্ষণ ও নানা কায়দায় বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদেরকে নির্যাতন-নিপীড়ণের মাধ্যমে এরা অবৈধভাবে দখলকৃত রাষ্ট্রক্ষমতা দীর্ঘ মেয়াদে ভোগ করতে দেশব্যাপী ভয় ও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। পুলিশকে বানিয়েছে সরকারী সন্ত্রাসী কর্মকান্ডের হাতিয়ার। বর্তমান সরকার জনসমাগম দেখলেই আঁতকে ওঠে, আর তাই গণতন্ত্রে স্বীকৃত মিছিল-সমাবেশে এরা পুলিশকে লেলিয়ে দেয়। তবে এভাবে অন্যায় অপকর্ম করে এবং জনগণকে ভয় দেখিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না। জনগণ এখন ভয়াবহ দুঃশাসন রুখে দেয়ার প্রস্তুতি নিচ্ছে।
‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে তাঁকে বিদেশ পাঠাতে সরকারকে বাধ্য করতে জাতীয়তাবাদী শক্তি রাজপথের আন্দোলনকে আরও তীব্র করবে।
গতকাল হবিগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচির ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলা ও নেতাকর্মীদেরকে আহত করার ঘটনায় আমরা তীব্র ধিক্কার, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |