আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:৫১
মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি! হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে মাসব্যাপী শিল্প ও পণ্যমেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ আবু জাহির। শুক্রবার( ১৪ অক্টোবর২২)ইং সন্ধ্যা ৭ ঘঠিকায় (পুনাক) হবিগঞ্জ জেলার এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নিউ ফিল্ড মাঠে মাসব্যাপী শিল্প ও পণ্যমেলা শুরু হচ্ছে। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) হবিগঞ্জ এর উদ্যোগ এবং বাংলাদেশ বেনারশী মসলিন এন্ড জামদানী সোসাইটির সার্বিক ব্যবস্থপনায় এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ আবু জাহির। মেলার উদ্বোধক জেলা প্রশাসক ইশরাত জাহান। সম্মানিত অতিথি হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) হবিগঞ্জ এর সভানেত্রী মিসেস তাহেরা বেগম। পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, মেলায় শতাধিক পণ্যের স্টল বসবে। এ ছাড়া শিশুদের বিনোদনের ব্যবস্থা রয়েছে। উদ্বোধনীয় অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে মেলায় সার্কাস, পুতুল নাচ থাকছে না। শান্তিপূর্ণ ভাবে মেলা সম্পন্ন করার সকলের সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |