আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:৫০
মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি! হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে প্রস্তাবিত প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শনিবার (১২ নভেম্বর ২২) বিকেল ৩ ঘঠিকায় হবিগঞ্জ পৌর সভা মাঠে অনুষ্টিত সভা মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ পৌরসভা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন পরিকল্পনা মন্ত্রনালয়ে মন্ত্রী এম এ মন্নান! হবিগঞ্জ পৌরসভার উন্নয়নের জন্য আপনারা ৫০ কোটি টাকার একটি প্রকল্প তৈরী করে নিয়ে আসুন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাবো। আমার বিশ্বাস যে আমরা অনুমোদন করাতে পারবো।’ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন ‘উন্নয়নের জন্য শান্তির প্রয়োজন। উন্নয়নের জন্য স্থিতিশীলতার প্রয়োজন। যার দেশের শান্তি শৃংখলা নসাৎ করতে চায়, যারা উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাড়াতে হবে’। বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু জাহির বলেন,‘ একটি বড় প্রকল্পের মাঝে ইতিমধ্যে হবিগঞ্জ পৌরসভা অন্তর্র্ভূক্ত রয়েছে। তার বাইরেও যদি ৫০ কোটি টাকার একটি প্রকল্প মাননীয় পরিকল্পনা মন্ত্রীর মাধ্যমে হবিগঞ্জ পৌরসভায় নিয়ে আসা যায় তাহলে পৌরসভার রাস্তা-ঘাট ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সম্ভব হবে।’ সভাপতির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘আন্তর্জাতিক কঠিন পরিস্থিতির মাঝেও আপনাকে হবিগঞ্জ পৌরসভায় দাওয়াত করে এনেছি। আপনার মাধ্যমে এবং সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরের সুপারিশে যদি আমরা একটি উন্নয়ন প্রকল্প পাই তবে হবিগঞ্জ পৌরবাসী উপকৃত হবে।’ মাননীয় মন্ত্রীর মাধ্যমে যদি দারিদ্র দুরীকরণ বিষয়ক কোন প্রকল্প আমরা পাই তবে প্রকৃত অর্থেই দরিদ্র মানুষের কাজে আসবে।’ মেয়র বলেন,‘আমরা শীঘ্রই লিখিত আকারে হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজের প্রস্তাবিত প্রকল্প মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে পেশ করবো।’ হবিগঞ্জ পৌরসভার নাগরিক সমাবেশ পৌর সভা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়! প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী। আমন্ত্রিত অতিথির মাঝে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা শংকর পাল, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ শাখার সভাপতি জগদীশ চন্দ্র মোদক প্রমূখ। নাগরিক সমাবেশে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রফিকুল আলম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, পিপি এডভোকেট আফিল উদ্দিন, সজিব আলী, ডাঃ অসিত রঞ্জন দাশ, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সভাপতি মিজানুর রহমান শামীম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোছাব্বির বকুল, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নলীনি কান্ত রায় নিরু প্রমুখ। সভায় প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন মেয়র আতাউর রহমান সেলিম।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |