আজ বুধবার | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:২২
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ:- যান্ত্রিক কোনো বাহনে নয়, কনের বাড়িতে বরযাত্রীরা যাচ্ছে মহিষের গাড়িতে। কবুল শেষে নববধূ নিয়ে বাড়ি ফেরে একইভাবে। ঠিক এমনটাই ঘটেছে গত সোমবার ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথ পুর ইউনিয়নের কাচারি তোলা গ্রামে। “আমার গরুর গাড়ীতে বউ সাজিয়ে… গানের কথা গুলো আজ চির অতীত। প্রায় ২০,৩০ বছর আগে বিয়ে করতে যেতো বর যাত্রী নিয়ে গরু বা মহিষের গাড়ী নিয়ে। কিন্তু এই আধুনিক যুগে সেই পুরাতন ঐতিহ্য ধরে রাখতে এবং বাবার শখের বসে বর যাত্রী নিয়ে গেলো বউ আনতে কাচারি তোলা গ্রামের শিক্ষক খুরশিদ শুয়াইব বাবুলের ছেলে বর খুরশিদ সাফাত শুভ্র। নতুন বউ মোছাঃ রিংকি খাতুনের বাড়িও একই গ্রামে তার পিতার নাম শিক্ষক আব্দুল লতিফ। জানা গেছে অনেক আগে থেকেই ইচ্ছা ছিলো শিক্ষক খুরশিদ শুআইব বাবুলের ছেলে খুরশিদ সাফাত শুভ্র কেবিয়ে দিবেন মহিষের গাড়িতে করে। তার সেই ইচ্ছা পুরনেই এমন আয়োজন। এমন পুরাতন ঐতিহ্যবাহী বর যাত্রী নিয়ে যাওয়া এবং পিছনে মাইকে গান বাজানো দেখতে গ্রাম বাসীর ঢল নামে। যা আজ প্রায় বিলুপ্তির পথে। এতে দুই পরিবারের লোকই অনেক আনন্দিত।
Dhaka, Bangladesh বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:03 PM |
Magrib | 5:23 PM |
Isha | 6:44 PM |