আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫৫
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ–ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নৌকার প্রার্থীর পক্ষে ভোট করায় সেলিম রেজা সনেট (২৮) নামে এক যুবককে প্রতিপক্ষরা হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কালাপাহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় একই গ্রামের গোলাম রব্বানি, রাজু, পিন্টু, রাফিসহ ৭/৮জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আহত যুবককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের স্বজন ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় পাশেই মান্দিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে আসামিরা তাকে হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন সনেট জানান, আমি গত ৫জানুয়ারি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে ভোটের প্রচার প্রচারণা করেছি। আর প্রতিপক্ষরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ছিলেন। তারা জয়ী হওয়ার পর থেকেই বিভিন্ন সময় আমাকে হুমকি-ধমকি দেয়। নৌকার পক্ষে ভোট করায় তারা আমাকে মারধর করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র নির্বাচিত চেয়ারম্যান বসির উদ্দিন বলেন, ঘটনার ভুক্তভোগী ও অভিযুক্তরা পরস্পরের স্বজন। আমার কোনো লোকজন কারও ওপর আক্রমণ বা কাউকে মারধর করেনি। হরিণাকুন্ডু থানার ওসি আবদুর রহিম মোল্লা বলেন, মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |