জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছে রুহুল আমিন (৯) নামে এক শিশু। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার নিত্যনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের বাপ্পি আহম্মেদের ছেলে ও একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে গ্রামের এক বাড়িতে খানা খেয়ে ফেরার পথে সড়কের ওপর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় শিশুটি সড়কেই লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জামিনুর রশিদ জানান, শিশুটির মাথায় ও মুখে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। হরিণাকুন্ডু থানার ওসি আবদুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু হয়েছে। এদিকে হরিণাকুন্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে তিশা আক্তার (১২) নামে এক শিশু নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার পারদখলপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটি বৈদ্যতিক লাইনে টেলিভিশনের পস্নাগ ঢোকাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জামিনুর রশিদ জানান, বিদ্যুৎস্পৃষ্টে শিশুটি রক্তশূন্য হয়ে পড়ে। হাসপাতালে আসার আগে পথেই তার মৃত্যু হয়। হরিণাকুন্ডু থানার ওসি আবদুর রহিম মোলস্না ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |