- প্রচ্ছদ
-
- প্রবাসের সংবাদ
- হরেক রকমের ভিসারে ভাই ….
হরেক রকমের ভিসারে ভাই ….
আজকের লিখাটি কুয়েতের চলমান অবৈধ অভিবাসী বিরোধী এবং যারা কুয়েত আসতে বাকবাকুম ডাকতেছেন তাদের জন্য
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২১ ১২:৪২ অপরাহ্ণ
ইকরাম হোছাইন কুয়েত:- মধ্যপ্রাচ্যে বাংলাদেশী অভবাসী শ্রমিকদের অন্যতম গন্তব্যস্থল কুয়েত। আমাদের বাংলাদেশীদের কাছে কুয়েতের একটি ভিসা সোনার হরিন ও বলা চলে!
করনা ( কোভিড ১৯) কাটিয়ে উঠার পর কুয়েত আস্তে আস্তে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে শুরু করেছে, কুয়েতের গৃহস্থালি কাজে শ্রমিকের চাহিদা থাকায় ইতিমধ্যেই কিছু খাদেম ( আর্টিকেল ২০) নাম্বার ভিসা ইস্যু হয়েছে ….. কোম্পানি ও প্রাইভেট সেক্টরের ভিসা ও চালু হবে প্রত্যাশার চেয়ে ও দ্রুত সময়ে!
ভিসা থাকার পর ও অবৈধ : জ্বী হ্যা, ভিসা – আকামা সব থাকার পর ও আপনি অবৈধ, এটা কেমন? ধরুন আপনি কোন এক মালিকের ভিসায় / কোম্পানিতে আসলেন, ওই কোম্পানির বাইরে যেখানেই আপনি কাজ করবেন তা অবৈধ কুয়েতের আইনে! অর্থাৎ আপনার ভিসা যে মালিকের – কোম্পানির, আপনি শুধুমাত্র সেখানেই কাজ করার অধিকার রাখেন আইনগত ভাবে! এই তো গেল একটা বিষয় ….
কোম্পানির কাজের পর পার্ট টাইম করবেন অন্য জায়গায়? সেটাও অবৈধ, শ্যুন – বলদিয়া – তেজারি ( বানিজ্য মন্ত্রণালয়ের পরিদর্শন টিম) চ্যাকে পরলে জেল, জরিমানা ও নির্বাসিত হতে পারেন
কাগজপত্র সব ঠিক কিন্ত তারপর ও আপনি অবৈধ …
বাংলাদেশীরাই অতিরিক্ত ধরপাকড় এর স্বীকার কেন? : গত কয়েকদিনে অবশ্যই বুঝে গেছেন, চলমান অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে প্রচুরপরিমাণ বাংলাদেশী গ্রেপ্তার / নির্বাসনের ( সফর) মুখোমুখি হয়েছেন! আমরাই বেশি কেন?
(১) স্পন্সরের বাইরে কাজ করা : এই সত্যটা অস্বীকার করার জো নেই, আমরা কফিল – স্পন্সরকে সামহাউ ( যে যেমনে পারি) ম্যানেজ করে, আকামার নির্ধারিত স্থান ছাড়া অন্য কাজ করি, এবং এই জিনিসটা কুয়েতে রেসট্রিকটেড / অবৈধ! অন্য দেশের অভিবাসীরা যে এমন করেনা, তা না, তবে সংখ্যার দিক দিয়ে হিসাব করলে এভাবে কাজ করার প্রবনতা আমাদেরই বেশি!
(২) নতুন আগতদের অনেকেরই আকামা লাগেনি : ২০১৪ সালে কুয়েতের ভিসা পূনরায় উন্মুক্ত করার পর, নতুন আগতদের অনেকেরই আকামা লাগানো হয়নি, এখন ব্লকেড চ্যাকিং, রোড চ্যাকিং, হঠাৎ জনসমাগম আছে এমন এলাকায় অভিযানের ফলে অবৈধ অভিবাসী গ্রেপ্তার হচ্ছে শ, শ!
নতুন যারা আসবেন : প্রবাসে অবারিত সু্যোগ যেমন আছে, তেমনি আছে সমস্যা, সমস্যা – সম্ভাবনার এই সর্বনাশী খেলায় অনেকে সফল হয়ে যান আবার অনেকে নিঃস্ব হউন, নিঃস্ব হওয়াদের সংখ্যা ই বেশি!
কোম্পানি বা কফিলের কাজেই আসুন, আপনার যে প্রফেশন বা কাজ, সেখানেই কাজের মানতে আসুন, কারন এর বাইরে কিছু চিন্তা করলে সেটা কুয়েতের আইনে অবৈধ, আর যেটা অবৈধ সেটা আমরা সবসময়ই অনুৎসাহিত করি!
৬০ দিনার বেতনে কি হবে, তাই অন্য জায়গায় কাজ করি : আপনি ৬০ দিনার বেতন জেনেই এসেছেন, সো, এখন হায় হুতাশ করা বা শোনানো সমীচীন নয়! পেইজের ইনবক্সে শত শত আবেগী মেসেজ আছে, কিন্তূ আপনার কৃত ভুল শোধরানোর উপায় নেই!
সুতরাং, মামা – কাকাদের কথায় না ভুলে, বিভোর স্বপ্নে না থেকে, সত্য জানুন, জেনেই আসুন! বাংলাদেশের কোন মানুষের গায়ে অবৈধ তকমা লাগুক, তা আমাদের কাম্য না!
লিখা : ইকরাম হোছাইন, কন্ট্রোলার ( কুয়েত পেইজ ফর বাংলাদেশী ও রিলেটেড গ্রুপ)
Please follow and like us:
20 20