- প্রচ্ছদ
-
- চাঁদপুর
- হাজীগঞ্জ বাজারে সুন্-সান নীরবতা-ভুতুড়ে ভাব-আতঙ্ক সর্বত্রই,ফরিদগঞ্জের মণ্ডপ গুলোতে ছিল বাড়তি নিরাপত্তা!
হাজীগঞ্জ বাজারে সুন্-সান নীরবতা-ভুতুড়ে ভাব-আতঙ্ক সর্বত্রই,ফরিদগঞ্জের মণ্ডপ গুলোতে ছিল বাড়তি নিরাপত্তা!
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২১ ৩:১৯ অপরাহ্ণ
হাজীগঞ্জ বাজারের ছবি গুলো তা আজকের সকালের
বিডি দিনকাল ডেস্ক :- হাজীগঞ্জ ঘুরে এসে – কুমিল্লায় মুসলমানদের পবিত্র কোরআন শরীফ অবমাননা কান্ডে চাঁদপুর জেলার হাজীগঞ্জ বাজারে গত বুধবার রাতে স্থানীয় জনতা যখন রাতে মিছিল করে তখন পুলিশের গুলিতে প্রায় ৭ জন প্রাণ হারান,আর আহত হন প্রায় অর্ধশত ।এই অবস্থায় শান্তি শৃঙ্খলার স্বার্থে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেন ।
সম্পূর্ণ সুন্-সান নীরবতা-ভুতুড়ে ভাব-আতঙ্ক সর্বত্রই -সাহস করে কেউ কোনো মুখ খুলছেন না-যারা নিহত হয়েছেন তারা যেন শহীদি মর্যাদা পান এমন কথা স্থানীয় কয়েকজন জনতা বলেছেন।।
এদিকে জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা টহলে ছিল স্থানীয় প্রশাসন।যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে ।।
এদিকে জেলার ফরিদগঞ্জের কয়েকটি পূজা মণ্ডপ গুরে জানা যায় প্রথম কয়েকদিন সকাল থেকে মধ্যে রাত পর্যন্ত মাইক বাজিয়ে উৎসব করেছে।সে সময় পার্শবর্তী মুসলিম বাড়ি গুলোর বাসিন্দাদের মাঝে সস্থি ছিল না ।সকলেই বিরক্ত অনুভব করছিলেন ।এরই মধ্যে পূজা মণ্ডপে কোরআন অবমাননার খবর ছড়িয়ে পরে সর্বত্রয়েই ।এই অবস্থায় মুসলমানদের মাঝে ক্ষোভের সঞ্চার হতে থাকে সর্বত্রয়েই । এই অবস্থায় গত বুধবার হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ করে মুসলিম সম্প্রদায় ।পুলিশের গুলিতে ৭টি তাজা প্রান ঝরে পরে ।এই খবরটি যখন ছড়িয়ে পরে তখনি প্রশাসন নিরাপত্তার স্বার্থে পূজা মণ্ডপ গুলোতে মাইক বাজিয়ে আনন্দউৎসব থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করে ।সেই সাথে মণ্ডপের নিজস্য আঙিনায় সাউন্ড স্পিকার বাজিয়ে উৎসব পালনে সুযোগ দিয়ে এলাকায় এলাকায় বাড়তি নিরাপত্তা টহল জোরদার করে নিরাপত্তা বাহিনী ।
Please follow and like us:
20 20