আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:২১
বিডি দিনকাল ডেস্ক :- রাজধানীর হাতিরঝিলের এম্ফি থিয়েটার হলে সংঘর্ষের ঘটনায় থানার ওসি আব্দুর রশিদ আহত হয়েছেন। তিনি গুরুতর জখম হয়েছেন। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার এসআই অনাথ মিত্র জানান, বুধবার রাত ৮ টার দিকে এম্ফি থিয়েটার হলে বিজয় দিবসের অনুষ্ঠান হচ্ছিল। এসময় ব্যাপক লোকজনের সমাগম হয়।
তিনি আরও জানান, সেখানে অনেক লোক হওয়ার কারণে ভেতরে বসার জায়গা ছিল না। ভেতরে প্রবেশ করা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ থামাতে গিয়ে থানার ওসি আহত হন।ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়েছে কিনা এবং কোনো মামলা হয়েছে কি না তা জানা যায় নাই ।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |