আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:০২
বিডি দিনকাল ডেস্ক:- রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের প্রডিউসার আব্দুল বারির (৩৫) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। আজ ভোরে পুলিশ প্লাজার উল্টোদিকের হাতিরঝিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এছাড়া মরদেহের সঙ্গে মোবাইল ও মানিব্যাগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার তাঁর সাপ্তাহিক ছুটি ছিল। সে কারণে তিনি অফিসে যাননি। তিনি গুলশান থানা এলাকার একটি মেসে থাকতেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান জানান, আজ সকাল ৭টার দিকে পথচারীর ফোন পেয়ে ঘটনাস্থল গিয়ে আবদুল বারির মরদেহ উদ্ধার করা হয়। আবদুল বারির দেহে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় কাটা দাগও আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |