আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪৭
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদকে বদলি করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান সাক্ষরিত অফিস আদেশে তাকে বদলি করে ডিএমপি’র অতিরিক্ত কমিশনার ক্রাইম এন্ড অপারেশন পদে পদায়ন করা হয়েছে। হারুন অর রশীদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামানকে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্বে ছিলেন।
একই আদেশে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খ. মহিদ উদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্ব দেয়া হয়েছে।
সরানো হলো আরও ৫ কর্মকর্তাকে : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ছাড়া আরও ৫ কর্মকর্তাকে গোয়েন্দা শাখা (ডিবি) থেকে সরানো হয়েছে।
বুধবার (৩১ জুলাই) বিকেলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে হারুনসহ অতিরিক্ত কমিশনার পদ মর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ক্রাইম অ্যান্ড অপারেশন শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত কমিশনার ডা. খ. মহিদ উদ্দিনকে ক্রাইম থেকে ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট শাখায় বদলি করা হয়েছে।
এ ছাড়া পৃথক আরেকটি আদেশে ডিএমপির যুগ্ম কমিশনার পদ মর্যাদার তিন কর্মকর্তার রদবদল হয়েছে। বিপ্লব কুমার সরকারকে ডিএমপির অপারেশন শাখা থেকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ, সঞ্জিত কুমার রায়কে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ থেকে গোয়েন্দা-উত্তর ও খোন্দরকার নুরুন্নবীকে গোয়েন্দা-উত্তর থেকে ডিএমপির অপারেশন শাখায় বদলি করা হয়েছে।
উল্লেখ্য নানা কারণে সম্প্রতি সমালোচনার মুখে পড়েন ডিএমপি’র অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। কোটা সংস্কার আন্দোলনের ৬ জন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়া, তাদের সঙ্গে নিয়ে খাওয়ার ছবি প্রচার করার কারণে উচ্চ আদালত উষ্মা প্রকাশ করে। এছাড়া তার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর এ নিয়েও ব্যাপক সমালোচনা হচ্ছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |