আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:২৮
মালয়েশিয়া প্রতিনিধি:-করোনায় আক্রান্ত হয়ে মুমূর্ষ অবস্থায় কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট হাসপাতালের আইসিইউ’তে জীবনমৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন চাঁদপুরের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যাবসায়ী মালয়েশিয়াস্থ চাঁদপুর সমিতির সভাপতি সেলিম নুরুল ইসলাম (৪৯)। করোনায় আক্রান্ত হওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউ’তে স্থানান্তর করা হয়।
হাসপাতালে থাকা স্বজনরা জানান, তাকে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ধীরে ধীরে অবস্থার অবনতি হচ্ছে বলে স্বজনদের জানিয়েছেন চিকিৎসকরা। পরিবারের সদস্যরা সকলের কাছে তার জন্য দোয়া চেয়েছেন।
এদিকে কমিউনিটি’র অত্যন্ত প্রিয়মুখ, মিষ্টভাষী সেলিম নুরুল ইসলামের জন্য দোয়া চেয়েছেন চাঁদপুর সমিতি’র সাধারন সম্পাদক মো: মাসুদ রানা ।
উল্লেখ্য চাঁদপুরের মতলব থানার অধিবাসি সেলিম মালয়েশিয়ায় সুনামের সঙ্গে ব্যাবসা করে স্থানীয়ভাবে ব্যাপক সুনাম অর্জন করেছেন। কুয়ালালামপুরের মসজিদ ইন্ডিয়ায় তার প্রতিষ্ঠিত ব্যাবসা প্রতিষ্ঠান এসএল মিতালি (এম) এসডিএন বিএইচডি সর্বজনস্বীকৃত।
স্বভাবে বিনয়ী, ধর্মভীরু সেলিম নুরুল ইসলাম সবসময়ই জনহীতকর কাজে অংশ নেন এবং মানুষের সহযোগীতায় হাত বাড়ান।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |