- প্রচ্ছদ
-
- নোয়াখালী
- হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ
প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২১ ৩:৫০ অপরাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক :- টানা ২২ দিন হাসপাতালে থেকে বাসায় ফিরেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বুধবার, জানুয়ারি ২০,২০২১ রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে তিনি গুলশানের ৮৪ নম্বর রোডের বাসায় ফেরেন।
আজ বৃহস্পতিবার বিকাল এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
শায়রুর কবির খান বলেন, ‘স্যারের শরীরের অবস্থা উন্নতির দিকে। তবে উচ্চমাত্রার ওষুধ প্রয়োগের কারণে ঘুম ও ক্লান্তি আছে। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন, নিয়মিত বিশ্রাম ও চিকিৎসাপথ্য গ্রহণের মধ্য দিয়ে তার শরীর আরও ভালো হবে।’
গত ৩০ ডিসেম্বর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পেলে মওদুদ আহমদকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং হিমোগ্লোবিন কমে গিয়েছিল। পরে চিকিৎসকেরা তাকে সিসিইউতে রাখার পরামর্শ দেন। ওই দিন থেকেই তিনি এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন।
Please follow and like us:
20 20