আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:১৮
ঢাকা : ভারত থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘন ঘন রাজনৈতিক বিবৃতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ ভারত সরকারকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আজ একথা বলেছেন।
আজ মন্ত্রণালয়ে এক সাপ্তাহিক ব্রিফিংয়ে পাবলিক ডিপ্লোম্যাসি উইংয়ের মহাপরিচালক তৌফিক হাসান বলেন, ‘৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে ক্রমাগত রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। আমরা ভারতীয় হাইকমিশনারকে (ঢাকায়) বিষয়টি নিয়ে আমাদের সরকারের অসন্তোষ জানিয়েছি।’
হাসান বলেন, ভারতীয় হাইকমিশনার আশ্বাস দিয়েছেন যে, তিনি তার সরকারের কাছে বার্তাটি পৌঁছে দেবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত বিষয়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে হাসান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো অনুরোধ পায়নি। তিনি বলেন, ‘যদি আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পাই, তবে (হাসিনার প্রত্যাবাসনে) আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
বাংলাদেশীদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণের বিষয়ে হাসান বলেন, সরকার এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে এবং তারা (ভারত) বলেছে যে, তারা জনবল সংকটের কারণে কয়েক ধরনের ভিসার প্রক্রিয়াকরণ বন্ধ রেখেছে।
তিনি বলেন, যেসব বাংলাদেশী শিক্ষার্থীর এখন তৃতীয় দেশের ভিসা পেতে ভারতে যেতে হবে, তারা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া বা পাকিস্তানের মতো বিকল্প জায়গা থেকে তাদের ভিসা পেতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা নিশ্চিত করার জন্য কাজ করছে।(বাসস)
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |