আজ মঙ্গলবার | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৪ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:০৮
রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের প্রভাবে পূর্বাচলে ৬০ কাঠার মধ্যে ৩টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ এসব মামলা করা হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) আক্তার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি জানান, শেখ রেহানা এবং তার ছেলে রিজওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রুপন্তীর নামে ১০ কাঠা করে ৩০ কাঠার তিনটি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে এসব মামলা করা হয়েছে।
তিন মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকে আসামি করা হয়েছে। এছাড়া পৃথকভাবে শেখ রেহানা, রিজওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রুপন্তীকে আসামি করা হয়। অন্যদিকে, এসব প্লট বরাদ্দ দেয়ায় গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের সংশ্লিষ্ট ১৪ কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
অন্যান্য আসামিরা হলেন- গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহীদ উল্লা খন্দকার।
এছাড়া রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য (উন্নয়ন) অবসরপ্রাপ্ত মেজর সামসুদ্দীন আহমদ চৌধুরীকে আসামি করা হয়েছে।
অন্যদিকে, রাজউকের উপ-পরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. হাফিজুর রহমান, উপ-পরিচালক (এস্টেট ও ভূমি- চ. দা) হাবিবুর রহমান, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম ও সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলামকে আসামি করা হয়েছে।
দুদকের ডিজি আক্তার হোসেন বলেন, পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দের ক্ষেত্রে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন। এ বিষয়ে দুদকের অনুসন্ধানে যথেষ্ট প্রমাণাদি মিলেছে। যে কারণে এসব মামলা দায়ের করা হয়েছে।
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়, বর্তমানে তিনি যুক্তরাজ্যের বৃটিশ পার্লামেন্টের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যখন জানতে পারেন যে, তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ব্যবহার করে নিজের নামে, ছেলে সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদের নামে প্লট বরাদ্দ নিচ্ছিলেন, তখন তিনি (টিউলিপ) যুক্তরাজ্যের বৃটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্বপালনকালে একই সঙ্গে তার মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিব সিদ্দিকদের নামে একই প্রকল্পে প্লট বরাদ্দের ব্যবস্তা গ্রহণের জন্য তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে তার খালা প্রধামন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ ও প্রভাব বিস্তার করেন।
অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজউকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতায় সরকারের ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক বিবেচনায় প্লট বরাদ্দ দেন। এই বরাদ্দের তালিকায় শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের নাম রয়েছে। একই প্রকল্পে আরেকটি প্লট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে বরাদ্দ দেয়ার অভিযোগে আরেকটি মামলা করেছে দুদক।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:11 PM |
Magrib | 5:32 PM |
Isha | 6:52 PM |